সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে রীতিমতো আলোচনায় আসেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। ইতিমধ্যে তার করা প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর এই বিষয়টি নিয়ে না ভেবে রীতিমতো মুরাদকে নিয়ে পড়ে আছে বিএনপি।
সেই ধারাবাহিকতায় আজ সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সভা শেষে এক প্রশ্ন তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুরাদের চেয়ে জঘন্য কথা বলেছেন বিএনপির আলাল। তার অশ্রাব্য বক্তব্যকে মির্জা ফখরুল কীভাবে সমর্থন করেন?
ওবায়দুল কাদের বলেন, মুরাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হয়েছে। তবে শাস্তি দেয়া তো দূরের কথা, বিএনপি আলালকে নৈতিক সমর্থন দিয়েছে।
এদিকে এরই মধ্যে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ক্ষমা চেয়েছেন বিএনপির ইশরাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে সবার উদ্দেশ্যে আরও অনেক কথা বলেছেন তিনি।