দুই তারকা শিক্ষক আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ ছাত্র ও তরুণদের কাছে জনপ্রিয়। বেশ কয়েক বছর ধরেই তাদের মধ্যে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু তারা এ বিষয়ে কখনো কিছু বলেননি।
অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান ‘টেন মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এবং একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষক মুনজেরিন শহীদ সম্প্রতি বিয়ে করেছেন।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর ডিওএইচএস মসজিদে জুমার নামাজ শেষে পরিবারের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়।
নেটিজেনরা ইতিমধ্যেই তাদের বিয়ের ছবি নিয়ে প্রশংসা করছেন। ভালোবাসার এমন পরিপূর্ণতার ছবি দেখে মুগ্ধ শুভাকাঙ্ক্ষীরা।
সোশ্যাল মিডিয়ায় হুমাইরা সিদ্দিকা লিখেছেন, ‘ভালোবাসার পূর্ণতা’। ভালোবাসার ইমোজি যোগ করা হয়েছে।
গাজী তরিকুল ইসলাম লিখেছেন, ‘কত মিষ্টি, সুন্দর! পার্লারের ভারী সাজসজ্জা ছাড়াও তাহলে বি/য়ে করা যায়।
আবু নাঈম লিখেছেন, “একজন নারী তার পছন্দের পুরুষকে ভাই বলে ডাকে।” আপনাদের দু জনকেই অভিনন্দন।
এদিকে বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে মুনজেরিন লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমার তারকা খুঁজে পেলাম। তারপর একটি ভিডিও শেয়ার করেন।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সাবেক ছাত্র আয়মান সাদিকের জন্ম কুমিল্লায়। ২০১৫ সালে তিনি ‘টেন মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন। অন্যদিকে চট্টগ্রামের মেয়ে মুনজেরিন শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি নিয়ে ইংরেজিতে দ্বিতীয় স্নাতকোত্তর করছেন।
আয়মানের ঘনিষ্ঠরা জানিয়েছেন, আগামী ২৩ সেপ্টেম্বর রাজধানীর সেনাকুঞ্জে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।
এর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল আয়মান-মুঞ্জেরিনের বিয়ের কার্ড। যা বহুল আলোচিত।