কানাডায় সড়ক দুর্ঘটনায় ফাইরুজ শাফিন মুনমুন (২১) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। উচ্চ শিক্ষা অর্জনের স্বপ্ন নিয়ে কানাডায় গিয়ে পড়ালেখা শুরু করেন তিনি। তবে বৃহস্পতিবার সকালে ক্যালগারির টোয়েন্টিফোর অ্যাভিনিউ এলাকায় এক দুর্ঘটনায় তার প্রান চলে যায়।
মুনমুন ক্যালগারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। নিহত মুনমুনের বাবা-মা দুজনেই চিকিৎসক, তারা রাজধানী ঢাকায় থাকেন।
কানাডিয়ান পুলিশ সূত্রে জানা গেছে, চালকের চোখে সূর্যের আলো থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। মুনমুন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় ৪১ বছর বয়সী একজন পুরুষ চালক পূর্বদিকের একটি ছোট হ্যাচব্যাক ড্রাইভ করছিলেন। ওই সময় মুনমুন বিশ্ববিদ্যালয় যাওয়ার জন্য রাস্তা পার হতে গেলে চালক তাকে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় মুনমুনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। সংঘর্ষের পর চালক ঘটনাস্থলেই ছিলেন।
মুনমুন ইউনিভার্সিটি অব ক্যালগারি এলাকায় অন্য শিক্ষার্থীদের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। বিশ্ববিদ্যালয়ের ক্লাসে যাওয়ার জন্য যথারীতি রাস্তা পার হওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।