সম্প্রতি আবারো সড়ক দূর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন এক নবম শ্রেণির স্কুল ছাত্রী। সংবাদ সূত্রে জানা যায়, পরিক্ষা দিয়ে মটর সাইকেলে করে বাসায় ফিরছিলেন ওই ছাত্রী। এই ঘটনায় ওই ভুক্তভোগি হল, মেহেরপুর জেলা মমিনুজ্জামান মোমিনের মেয়ে তৃষা জামান (১৪)। মেহেরপুর জেলা ঘটনাটি ঘটেছে প্রশাসকের কার্যালয়ের সামনে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রয়াত তৃষা স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। ঘটনার পরপরই প্রয়াতের দেহ সদর উপজেলার বামনপাড়ায় নিয়ে যাওয়া হয়। সদর থানার ওসি শাহ দারা খান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোমিনের মেয়ে তৃষাপরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছতেই তার স্কার্ফ সাইকেলে আটকে যায়। মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যায় তৃষা। এ সময় একই দিক থেকে আসা একটি পাওয়ার টিলার তৃষার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তৃষ্ণা না ফেরার দেশে চলে যায়।মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় ডিসি চালক মমিনুজ্জামান মোমিনের মেয়ে ত্রিশা জামান (১৪)। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহততৃষা স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। ঘটনার পরপরই নিহতের মরদেহ সদর উপজেলার বামনপাড়ায় নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, বেপরোয়া গাড়ি চালানো ও অসর্তকতার জন্য প্রতিদিনই দেশের কোন না কোন স্থানে সড়ক দূর্ঘটনা ঘটছে। তাই দেশের সবাইকে সতর্ক হওয়ার জন্য বলেছেন মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান। তিনি আরো বলেন মোটর বাইক হক বা অন্য কোন যান বাহন সকলের ট্রাফিক আইন মেনে গাড়ি চালাতে হবে এতে এমন দূর্ঘটনা অনেক কমে যাবে।