সড়ক দুর্ঘটনায় মাত্র ২১ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন খুব জনপ্রিয় টিকটকরা আলি দুলিন। গত ১২ ডিসেম্বর সোশ্যাল মাধ্যম ইন্সটাগ্রামে একটি স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেন তারই এক বন্ধু। তার মৃত্যুর খবরে শোকের কালো ছায়া নেমে এসেছে ভক্তদের মাঝে। তাকে এভাবে হারাতে হবে, যেন কল্পনাও করতে পারেনি কেউ।
আলি দুলিনের ওই বন্ধু লেখেন, ‘যন্ত্রণা নিয়ে আপনাদের সকলকে একটি দুঃসংবাদ দিই। জনপ্রিয় টিকটক স্টার এবং আমার অত্যন্ত প্রিয় বন্ধু আলি দুলিন মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ও শুধু আমার প্রিয় বন্ধু ছিল না। ও একজন অত্যন্ত প্রতিভাধর শিল্পী। ভালো মনের মানুষ ছিল আলি দুলিন।’
ওই পোস্টে আরও লেখা হয়, ‘দীর্ঘদিন সঙ্গে থাকার কারণে তার ভেতরের মানুষটিকে খুব কাছ থেকে দেখেছি। এটা আমার জীবনে অনেক প্রভাব ফেলেছে। যতদিন বেঁচে ছিলেন সবাইকে হাসিতে ভরিয়ে দিয়েছেন। পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে তার অনেক মুগ্ধতা। সকলের মনে ও চিরকালের জন্য রয়ে যাবে।’
আলি দুলিনের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে টিকটক দুনিয়ায়। বাক্যহারা তার গুণমুগ্ধরা। এদিকে মেয়েকে হারিয়ে শোকে কাতর মা। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
শুধু এই টিকটক তারকাই নয়, ইতিপূর্বে ঝুঁকিমূলক কর্মকাণ্ডের কারণে প্রাণ হারিয়েছেন অনেক তরুণ-তরুণী। তাদের হারানোর রেশ এখনো কাটিয়ে উঠতে পারেননি স্বজনরা।