না ফেরার দেশে পাড়ি জমালেন ‘ধুম’ সিনেমার নির্মাতা সঞ্জয় গাধভি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৭। রোববার (১৯ নভেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
ভারতীয় গণমাধ্যমে সঞ্জয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রযোজক বনি কাপুর। সূত্রের খবর, প্রতিদিনের মতোই মর্নিং ওয়াক করতে গিয়েছিলেন সঞ্জয়। হাঁটতে হাঁটতে হঠাৎ ঘামতে শুরু করে। এরপর অসুস্থ হয়ে পড়লে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সঞ্জয়কে মৃত ঘোষণা করেন। তাদের প্রাথমিক অনুমান মর্নিং ওয়াকের সময়ই হৃদরোগে আক্রান্ত হন সঞ্জয়।
ধুম-এক বলিউডের অন্যতম সেরা সিনেমা। অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই, হৃতিক রোশন সহ অনেক তারকা এই ফ্রাঞ্চাইজেতে জায়গা করে নিয়েছেন। মূলত ‘ধুম’ সিনেমা থেকেই সঞ্জয়ের জনপ্রিয়তা বাড়তে শুরু করে।
বিটাউনে শোনা যাচ্ছে শীঘ্রই আসছে ‘ধুম-চার’। এরই মধ্যে হঠাৎ মারা যান সঞ্জয়। ৫৭ বছর বয়সে এই পরিচালকের মৃত্যু মেনে নিতে পারছে না সিনেপাড়া। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
২০০১ সালে ‘তেরে লিয়ে’ সিনেমার মাধ্যমে বলিউডে সফর শুরু করেছিলেন সঞ্জয়। এরপর ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’ সিনেমা দিয়ে সবার নজরে আসেন তিনি। এরপরই ‘ধুম’ ও ‘ধুম-তু’ সিনেমা নির্মাণ করেন সঞ্জয়। তবে ধুম থ্রি-তে ছিলেন না এই পরিচালক।