শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে বরিশালে সাকুরা পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা আনুশকা আক্তার লিজা (১৮) নামে এক নারী ক্রিকেটারের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন আরো দুজন। এই মুহূর্তে হাসপাতালে চিকিসৎসাধীন রয়েছেন তারা।
এদিকে সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চত করেছেন বরিশাল এয়ারপোর্ট থানার ওসি হেলাল উদ্দিন।
গুরুতর আহতরা হলেন- শাওন (২০) ও জুবায়ের আহমেদ (২০)। তারা সবাই বন্ধু। নিহত আনুশকা আক্তার লিজা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার রসুলপুর গ্রামের আবু জাহেরের মেয়ে। বরিশালে খালার বাড়ি থেকে লেখাপড়া করতেন। এছাড়া আহত শাওন কাশিপুর বাজার এলাকার আবুল হোসেনের ছেলে ও জুবায়ের আহমেদ মুলাদী উপজেলার গাছুয়া এলাকার বাসিন্দা।
ওসি হেলাল উদ্দিন জানান, শুক্রবার তিন বন্ধু কাশিপুর থেকে মোটরসাইকেলে করে নথুল্লাবাদ টার্মিনালের দিকে আসছিলেন। পথে কাশিপুর চৌরাস্তার কাছে রাব্বি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী সাকুরা পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে সাকুরা পরিবহনের যাত্রীরা অক্ষত থাকলেও তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।
পরবর্তীতে দ্রুত তাদের তিনজনকেই উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে শুক্রবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আনুশকার। অপর দুজন এখনো চিকিৎসাধীন রয়েছেন।