বিশ্বব্যপি ছড়িয়ে পরা রোগের কারনে সারা বিশ্ব এক ভয়ংকার সময় পার করেছে। এই রোগের কারনে পৃথিবীর বিভিন্ন দেশে অনেক মানুষ প্রাণ হারান। কিন্তু যখন টিকার আবিষ্কার হল উন্নত দেশেগুলো স্বস্তি পেলেও স্বল্পন্নোত ও গরীব দেশেগুলোর মধ্যে আশার সঞ্চার হয়নি। কারন টিকার যে মূল্য নির্ধারন হয়েছিল তাতে ক্রয় করার ক্ষমতা ছিলনা এ দেশ গুলোর। এবার প্রধানমন্ত্রীর টিকার সম্পর্কে বক্তব্যের পরিপ্রেক্ষিতে যা বললেন ড. আসিফ নজরুল।
আমাদের কেউ বিনা খরচে বিশ্বব্যপি ছড়িয়ে পরা রোগের টিকা দেয়নি। এই ভ্যাকসিনের খরচ রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হয়েছে। আর এই কোষাগারের টাকা আমার, আপনার টাকা, আমাদের ট্যাক্সের টাকা, কারো ব্যক্তিগত সম্পদ নয়। রাষ্ট্রীয় উচ্চপদের যাদের কর দিতে হয়না, বিনা খরচে টিকা শুধু তারা পেয়েছে।
প্রসঙ্গত, বিশ্বব্যপি ছড়িয়ে পড়া রোগের সংক্রামন কমানোর জন্য দেশের মানুষকে ভ্যাকসিন দিচ্ছে। আর এটি বিনা খরচে প্রদান করছে। তবে বিনা খরচে টিকা দেওয়া হচ্ছে এমন আলোচনার বিরুদ্ধে মন্তব্য করে ড. আসিফ নজরুল বলেন টিকার খরচ কেউ ব্যক্তিগত টাকা দিয়ে হয়নি এটি রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হয়েছে এটি জনগনের টাকা।