গতকাল ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ। আর এই ফাইনাল ম্যাচে শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা ফুটবল দল। এদিকে কাতারে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হলেও বাংলাদেশে বাঁধ ভাঙ্গা উল্লাস করতে দেখা যায় আর্জেন্টিনার সমর্থকদের। বাংলাদেশের আবেগ প্রবন সমর্থকেরা নানা আয়োজনও করে। গতকাল আর্জেন্টিনার জয়ের পর উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। এই উল্লাস করতে গিয়ে গতকাল রাতে এক যুবকের মর্মা”ন্তিক মৃ”/ত্যু ঘটেছে।
যশোরের ঝিকরগাছায় ফ্রান্স-আর্জেন্টিনা ফাইনাল ফুটবল খেলায় উল্লাস করতে গিয়ে খালে পড়ে এক যুবক প্রয়াত হয়েছেন। প্রয়াত যুবকের নাম রাকিব হোসেন (২২)। তিনি আর্জেন্টিনার সমর্থক বলে জানা গেছে।
রোববার রাতে আর্জেন্টিনা চ্যাম্পিয়নশিপ জেতার পর বিজয় উদযাপনের সময় এ ঘটনা ঘটে। প্রয়াত রাকিব উপজেলার কৃষ্ণনগর গ্রামের ধোপাপাড়ার আসলাম হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সাজু জানান, রাত সাড়ে ১০টার দিকে রোববার রাতে ঝিকরগাছা পৌরসভার কাটাখাল বঙ্গবন্ধু পৌরপার্কে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখছিলেন তিনি। এ সময় আর্জেন্টিনার গোলে উল্লাস করতে গিয়ে অসাবধানতার কারণে কাটাখালের পড়ে যান রাকিব হোসেন। তার পেটে লোহার রড ঢুকে যায়। তাকে ঝিকরগাছা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ”/ত ঘোষণা করেন।
মহিদুল ইসলাম যিনি ঝিকরগাছা থানার ডিউটি অফিসার তিনি ঘটনার বিষয়ে বলেন, গতকাল রাত ১২:১৫ মিনিটের দিকে এ ধরনের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর সেখানে ভিন্ন ধরণের পরিবেশের সৃষ্টি হয়। অতিরিক্ত উল্লাস করতে গিয়ে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি।