শেষ হলো কাতারে আয়োজিত ফুটবল বিশ্বকাপ। কিন্তু শেষ হলেও বিশ্বকাপের উন্মাদনা কাপাচ্ছে সমগ্র বিশ্বকে। বাংলাদেশে বিশ্বকাপ ফুটবলের অন্যতম দুই দল ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থক সবচেয়ে বেশি। তবে তুলনামূলক আর্জেন্টিনার সমর্থক অধিকই দেখা যায়। গতকাল কাতারে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা জয় পায়। যার কারনে বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকদের বাঁধ ভাঙ্গা উল্লাস দেখা যায়।
মেসির হাতেই বিশ্বকাপের ট্রফিটি হয়তো তার মাধ্যমে আর্জেন্টিনা পেয়ে অশেষ শান্তি এনে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বাঙালির মনের আনন্দের বন্যা পৌঁছেছে মেসির দেশে। বাঙালির আনন্দের ভিডিও শেয়ার করে বাংলাদেশকে ধন্যবাদ জানানো হয়েছে।
রবিবার (১৮ ডিসেম্বর) কাতারের লুসাইল স্টেডিয়ামে ফুটবলের ২২তম আসরের শিরোপা জেতার স্বপ্ন পূরণ করলেন মেসি। সেই মুহূর্তে দারুণ উল্লাসে জয় উদযাপন করেন বাংলাদেশের ভক্তরা। টুইটারে এমন একটি ভিডিও শেয়ার করে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে ‘সিলেকশন আর্জেন্টিনা’।
এটাই প্রথমবার নয় আর্জেন্টিনার দলের প্রতি বাংলাদেশের মানুষ যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন তাতে অনেক অনেক মুগ্ধ আর্জেন্টিনা দেশ। এর আগেও বাংলাদেশের সমর্থকদের উল্লাস দেখে ধন্যবাদ জানিয়েছে দেশটি। শুধু আর্জেন্টিনাকে সমর্থনের জন্যই নয়, ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের প্রেম দেখে ফিফাও মুগ্ধতা প্রকাশ করেছে।