কাতার বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটে চলেছে। কারণ দুর্বল দলগুলো অপেক্ষাকৃত শক্তিশালী দলগুলোকে পরাজিত করছে। সাবেক চ্যাম্পিয়ন দলের কয়েকটি প্রথম রাউন্ডের খেলায় পরাজিত হচ্ছে। তাছাড়া বিশ্বকাপ ফুটবলে রেফারির অনিয়মের কারণে বেশ কয়েকবার বিতর্ক সৃষ্টি হয়েছে। সেইসাথে অনেকটা যৌক্তিক কারণ ছাড়াই হলুদ কার্ড দেখানোর বিষয়ে রেফারির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এরই মাঝে আর্জেন্টিনা-নেদারল্যান্ড ম্যাচ বিতর্কের আগু”নে ইন্ধন যোগায়।
এবার মরক্কোর কাছে হেরে বিতর্কে আরও একটু ইন্ধন দিলেন পর্তুগালের ডিফেন্ডার পেপে। মরক্কোর কাছে হেরে তার দল বাদ পড়ার পর তিনি ক্ষো”ভ ঝাড়লেন। শুধু কি এটাই, তিনি অভিযোগ তুলেছেন, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে রেফারিরা উঠে পড়ে লেগেছেন।
গতকাল কোয়ার্টার ফাইনালের ম্যাচে মরক্কোর কাছে ১-০ গোলে হেরেছে পর্তুগাল। উত্তর আফ্রিকার দেশটির কাছে হেরে গেলেও আর্জেন্টিনার দিকে আঙুল তুলেছেন পর্তুগিজ অধিনায়ক পেপে। কারণ এই ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন এক আর্জেন্টাইন (ফাকুন্দো তেয়ো)।
ম্যাচ হারের পর পেপে বলেছেন: ‘গতকাল মেসির অভিযোগের পর এটা একেবারেই অগ্রহণযোগ্য যে একজন আর্জেন্টিনার রেফারি বারবার আমাদের বিরুদ্ধে বাঁশি বাজিয়েছেন। তিনি হয়তো চেয়েছিলেন আর্জেন্টিনা কাপ জিতুক। সবমিলিয়ে ৫ জন আর্জেন্টাইন রেফারি… আর কীইবা বলতে পারি। দেখা যাক কি হয়। ‘
৩৯ বছর বয়সী পর্তুগিজ ডিফেন্ডার সেখানেই থামেননি। আর্জেন্টিনার সমালোচনা করে তিনি আরও বলেন, ‘আমরা অপ্রত্যাশিতভাবে গোল হজম করে গিয়েছি, কিন্তু এটা আমাকে এটা বলতেই হবে, আর্জেন্টিনাই বিশ্বকাপ জিতবে। ওদের বিশ্বকাপটা দিয়ে দাও। ‘
পেপের মতে, তার দলের ব্রুনো ফার্নান্দেস অবশ্যই পেনাল্টির দাবিদার। কিন্তু আর্জেন্টিনার রেফারি উদ্দেশ্যমূলকভাবে তা দেননি, তিনি (রেফারি) ব্রুনোর নিশ্চিত পেনাল্টির সিদ্ধান্ত দেননি। আমাদের বিশ্বকাপ জেতার সামর্থ্য আছে। আমি বলছি না তিনি পক্ষপাতদুষ্ট… কিন্তু কেন আমরা দ্বিতীয়ার্ধে খেলছি? পড়ে যান গোলরক্ষক। তখন শেষ বাঁশি বাজার মাত্র ৮ মিনিট বাকি। আমরা এত কষ্ট করলাম…।
উল্লেখ্য, কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের খেলা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। সেমি ফাইনাল শুরুর পর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, তবে ফুটবলপ্রেমীদের আশা রেফারিরা যাতে আর কোন ধরনের বিতর্কে না জড়ান। সেমিফাইনাল এবং ফাইনাল এই দুটো গুরুত্বপূর্ণ পর্বে অবশ্যই আশাব্যঞ্জক এবং নিরপেক্ষতা বজায় রাখবে রেফারি এমনটাই আশা তাদের।