রাজধানীর পল্টন ও রমনা মডেল থানায় পৃথক নয়টি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। একই সঙ্গে বিকেলে পৃথক এই নয়টি মামলায় জামিন শুনানির দিন ধার্য করেন সংশ্লিষ্ট আদালত।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার পৃথক দুই মহানগর হাকিম শুনানি শেষে এ আদেশ দেন।
প্রথমে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে পল্টন থানার পাঁচটি মামলায় মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা হয়। এরপর রমনা থানার চারটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর সুলতান সোহাগ উদ্দিন।
আসামি পক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বলেন, আমরা বৃহস্পতিবার বিকেলে এই নয়টি মামলায় জামিন শুনানি করব। আশা করি আদালত সব মামলায় জামিন দেবেন।
ওইদিন বেলা ১২টার দিকে কারাগার থেকে মির্জা আব্বাসকে আদালতে আনা হয়। এরপর তাকে ঢাকার সিএমএম আদালতের কারাগারে রাখা হয়। কিছুক্ষণ পর তাকে সংশ্লিষ্ট আদালতে হাজির করা হয়।
২৪ জানুয়ারি মির্জা আব্বাসের আইনজীবীরা গ্রেপ্তার ও জামিন শুনানির আবেদন করেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম আগামী ৩১ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন।