এরিক এরশাদ,সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের সন্তান। রাজনীতির মাঠে তার সেভাবে আবির্ভাব না হলেও রাজনীতির মাঠেই এখন তাকে নিয়ে হচ্ছে তুমুল আলোচনা সমলোচনা। জানা গেছে মা বিদিশা সিদ্দিকীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ এনে অবরুদ্ধ অবস্থা থেকে নিজেকে উদ্ধারে সহায়তা চেয়েছেন এরশাদের ছেলে এরিক এরশাদ।
গতকাল মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যার মধ্যে বিদিশাকে পুলিশের সহায়তায় প্রেসিডেন্ট পার্কের বাসা থেকে উচ্ছেদের অনুরোধও করেন এরশাদপুত্র।
এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদকে ফোন করে মা বিদিশার বিরুদ্ধে অভিযোগ তোলেন এরিক। তাদের কথোপকথনের একটি অডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
তবে এরিক তার মা বিদিশার বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। তিনি তার মায়ের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।
বুধবার (৯ নভেম্বর) তিনি বলেন, রুবায়েত ও কাজী মামুন আমাকে মায়ের বিরুদ্ধে কথা বলতে বাধ্য করে। তারা আমাকে হুমকি দিয়ে কথাগুলো বলতে বাধ্য করে।
মা তাকে বন্দী করে রেখেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না, এমন কিছু হয়নি। আমি আমার মায়ের কাছে আছি, ভালো আছি।’
তিনি আরও বলেন, ‘দুই দিন ধরে আমাকে নিয়ে অনেক নেতিবাচক কথা লেখা হচ্ছে। ২৭ তারিখ আমরা ওমরাহ করতে গেলাম। এর আগে কাজী রুবায়েত ও কাজী মামুন জিডি করেন যাতে আমরা ওমরাহ করতে যেতে না পারি। তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছে। তারা আমাকে হুমকি দিয়েছিল যে তারা আমার মাকে মাটির নিচে ১৪ হাত কবর দেবে।
তিনি বলেন, ওমরাহ করতে যাওয়ার আগে আমি ট্রাস্টি বোর্ডের নতুন কমিটি করেছিলাম এবং আগের ট্রাস্টি বোর্ডকে বহিষ্কার করেছিলাম কারণ তারা কেউ আমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিচ্ছে না।
এ দিকে ঘটনার মোর একেবারেই ঘুরে গেলে পরিস্থিতি হয় ঘোলাটে। এরিক এরশাদের বলা সব কথাকেই এবার অধিকার করছেন কাজী মামুনুর রশীদ। তিনি এ নিয়ে বলেছেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এ সময়ে তিনি এ বিষয়ে এড়িয়ে যাওয়ার ভান করে বলেন, আমি এ বিষয়ে আর কোনো কথা বলতে চাই না।