পৃথিবী অনেক ধনী ব্যক্তির নানা প্রকার কর্মকাণ্ডে বিরক্তি প্রকাশ করে থাকে সমাজের নানা মহলের মানুষ।কিছু কিছু ক্ষেত্রে তারা এমন প্রশ্নবিদ্ধ আচারণ করে যা ভাষায় প্রকাশ করা যায় না।অথচ সমাজের এই উচু শ্রেণীর মানুষ বিভিন্ন পর্যায় মানুষের অনুপ্রেরণা হিসেবে কাজ করে।যার কারণে তাদের বিতর্কিত কর্মকাণ্ড গুলো সহজে মেনে নেয় মানুষ। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখিকা মিলি সুলতানা হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
আম্বানিরা পারে একঘাটে বাঘে মহিষে জল খাওয়াতে। আমরা জানি অপচয়কারী শয়তানের ভাই। তাহলে আম্বানিদের ক্ষেত্রে কি হবে? কথায় কথায় মিলিয়ন ডলারের ছড়াছড়ি। এমন সীমাহীন অপচয়ের জন্য আম্বানির গুষ্টি জন্ম জন্মান্তরে অভাবে পড়বে কি?মুকেশ-নীতা আম্বানিকে আমার কাছে খাইশটা/খবিশ দম্পতি মনে হয়। কথায় কথায় মিলিয়ন ডলারের শোঅফ করে বেড়ায়। তাদের চেয়েও খবিশ মনে হয় ভারতের গ্ল্যামার ওয়ার্ল্ডের এসব প্রাণীকুলদের। যারা আম্বানিদের টাকার কাছে ভিক্ষুকের মত অবস্থান নেয়। তাদের মেয়ের বিয়েতে সব তারকা ওয়েটারের মত টেবিলে টেবিলে গিয়ে অতিথিদের খাবার সার্ভ করেছে। আসলে সব তারকা আম্বানিদের গৃহভৃত্য। তাদের হাতের নাচের পুতুল। আম্বানিরা যদি মাংসের হাড্ডি নিয়ে “তু আয় আয়” বলে ডাক দেয় এরা হাড্ডি খেতে ঝাঁপিয়ে পড়বে। আর এরা আমাদের কাছে স্বপ্নের তারকা!!