সম্প্রতি দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে আবারও একতরফা নির্বাচনের পথেই হাঁটছে বর্তমান সরকার।তারা আবারও ১৪ ও ১৮ সালের নির্বাচনের মতো বিনা ভোটে ক্ষমতায় থাকতে চায়।কিন্তু সরকার প্রধান বলছেন সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।তবে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশগুলো সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে চাপ দিচ্ছে।কিন্তু সে বিষয়ে পাত্তা নিয়ে সরকার আবারও একতরফা নির্বাচনের করার পাঁয়তারা করছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
একটা জিনিস নিশ্চিন্ত থাকতে পারেন। আম্রিকা যদি হাসিনারে জয় বাংলা করতে সামান্য বা বিরাট ভুমিকা রাখে কখনোই তারা বলবে না, আমরা সাহায্য করেছিলাম জন্যই না তোমরা ফ্যাসিবাদ হঠাইতে পারছিলা। ইন ফ্যাক্ট ইউরোপকে আমেরিকানরা এখনো বলেনা আমাদের সাহায্য না পাইলে কি পারতা দ্বিতীয় বি/শ্বযুদ্ধে? সিঙাপুর কি বলে আমাদের কাছে তোমাদের কৃতজ্ঞ থাকা উচিৎ কারণ আমরা তোমাদের চিকিৎসা দেই। মিডিল ইষ্ট কি বলে আমরা তোমাদের শ্রমিক না নিলে খাইত্যা কী?
ছোটলোকের কাছে তাই কখনো কিছু নিতে নাই। সাইধ্যা দিলেও নিতে নাই।