ইউক্রেন-রাশিয়া সংকটের কারনে বিশ্বব্যাপি অর্থনৈতিক মন্দার সৃষ্টি হয়েছে। যার কারনে বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক চাপের মুখে পড়েছে। আন্তজার্তিক বাজেরে গ্যাস, জ্বালানী তেলসহ অনেক পন্যের দাম বৃদ্ধি পেয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মতও বাংলাদেশের অর্থনীতিতে তার প্রভাব পড়েছে যার ফলে আমদানি ব্যয় মেটাতে সরকার অনেক সমস্যা পড়েছে। এবার আই এম এফ কাছে ঋণ চান না বলে অর্থমন্ত্রীর বক্তব্যে প্রসঙ্গে পিনাকী ভট্টাচার্য যে মন্তব্য করলেন।
লোটাস কামাল আই এম এফের ঋণ চান না। বাংলাদেশে দল পাঠাচ্ছে আইএমএফ। সব জাতীয় দৈনিকের খবরে বলা হয়েছে, বাংলাদেশ ঋণ চাইছে। আর লোটাস কামাল বলেন, তিনি ঋণ চান না।
আসল কথা হইতেছে আই এম এফের সাথে টার্মে মিলে নাই। ফেয়ার এনাফ। সেইটা বললেই হয়। কাচা মিছা কথা বলার দরকার কী? পত্রিকায় যেইদিন আসছে তারপরদিন পত্রিকায় বিবৃতি দেয় নাই কেন লোটা কামাল? লোটা কামাল যদি মিথ্যাচারে হাসিনারে হারায়ে দিতে পারে মন্দ হয়না। হাসিনার একটা বিকল্প তাইলে পাওয়া যাবে।
তবে বটম লাইন হইতেছে আমেরিকার সাথে হাসিনার ডিল হইলো না। আমেরিকা কেমনে হাসিনারে উষ্টা দেয় দেখার অপেক্ষায় থাকলাম।
প্রসঙ্গত, আই এম এফ কাছে ঋণ চায় নাই অর্থমন্ত্রী এমন মন্তব্যের কড়া সমালোচন করেন পিনাকী ভট্টাচার্য। অর্থমন্ত্রীর সাথে ঋণের বিষয়ে শর্তে না মেলায় তিনি এ কথা বলেছেন বলে ধারনা করা হচ্ছে।