বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আমেরিকা সরাসরি বলেছে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। সাধারণত কূটনীতিকদের ভাষা অতটা পরিষ্কার না হলেও বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা কোনো জায়গা রাখেননি। তারা সাধারণত তারা বলে যে এটি একটু ভালো হতে পারত কিন্তু যুক্তরাষ্ট্র তা করেনি সোজাসজি বলে দিয়েছে নির্বাচন সুষ্ঠু হয়নি। আওয়ামী লীগ যাই বলুক, এটা (নির্বাচন) আন্তর্জাতিকভাবে বড় ব্যর্থতা।
সম্প্রতি বেসরকারি টেলিভিশনে সমসাময়িক রাজনীতি বিষয়ক টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন সাবেক এই সংসদ সদস্য।
ব্যারিস্টার পার্থ বলেন, আমেরিকা যেমন বলেছে, এই সরকার বৈধ নয়। আওয়ামী লীগ একটা কথা প্রমাণ করতে চেয়েছে- বিরোধী দল অংশগ্রহণ না করলেও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কিন্তু এই নির্বাচন প্রমাণ করেছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন একা নির্বাচন করেও সম্ভব নয়। এই নির্বাচনে শত কারচুপির কথা সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। আওয়ামী লীগ শিশুদের দিয়ে ভোট কারচুপি করেছে।
এই তরুণ রাজনীতিবিদ মনে করেন, ইউরোপ-আমেরিকা কী তাস খেলবে সেটাই এখন দেখার। তারা (ইউরোপ ও আমেরিকা) বড় কিছু করতে চাইলে সরকারের সঙ্গে আপস করার কোনো উপায় নেই। আমাদের দেশ লিবিয়া, ইরাক, ইরানের মতো দেশ নয়, আমরা বিদেশিদের ওপর নির্ভরশীল।
বিশেষ করে ইউরোপের ওপর আমেরিকা। এখন আমেরিকার হাতে কার্ড, তারা কীভাবে খেলবে সেটা তাদের ব্যাপার। দেখা যাক, এখন নির্বাচন হয়ে গেছে, আমেরিকার কাছে বল কীভাবে খেলে। বড় কথা তারা কিভাবে খেলে। তারা দ্রুত পদক্ষেপ নেবে, না সময় নেবে সেটা আমেরিকার বিষয়।