নিত্যপণ্যের দাম প্রতিদিনই অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে। দ্রব্যমূল্যের এমন বৃদ্ধির কারণে চরম বিপাকে পড়েছে দেশের সাধারণ মানুষ। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সাধারণ মানুষ ছাড়াও শোবিজের অনেক তারকা এরই মধ্যে দাম বাড়ার কথা বলেছেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ব্যবসায়ী ও চলচ্চিত্র অভিনেতা অনন্ত জলিল।
অনন্ত জলিল এক সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেন যুদ্ধ এসবের মূল। যুদ্ধ ইউক্রেনে নয়, আমাদের বুকে ঘটছে। আমাদের বুক দিয়ে রক্ত ঝরছে। আজ ডলারের দাম কত দেখছেন? রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণেই আমাদের দেশে জিনিসপত্রের দাম বেড়েছে।
তিনি আরও বলেন, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব এখন কাঁদছে। এখন আমেরিকার সাধারণ মানুষও একটা ডিম কিনতে ভয় পায়। বিশ্বের উন্নত দেশ সেটা, কিন্তু সেখানেও ফুড কস্ট বেড়ে গেছে ৩২ পার্সেন্ট।
ক্তরাষ্ট্রের বর্তমান অবস্থা তুলে ধরে জনপ্রিয় এই অভিনেতা বলেন, বিশ্বের উন্নত দেশটিতে গৃহহীন মানুষের সংখ্যা ৫ লাখ ৮২ হাজার। তাহলে ভাবুন আমাদের দেশের অবস্থা। ডলারের দাম বাড়ায় এসব পণ্যের দাম বাড়ছে।
সবশেষে অনন্ত জলিল বলেন, আমরা আমদানি-রপ্তানি ব্যবসা করছি, কাঁচামাল আমদানিতেই আমাদের জীবন চলে যাচ্ছে। এর মধ্যে শ্রমিকদের দিকটা দেখতে হচ্ছে। জানি না আমরা কিসের মধ্য দিয়ে যাচ্ছি।