আমেরিকার গোয়েন্দা প্রধানের সঙ্গে শেখ হাসিনার বৈঠক সম্পর্কে যা জানা গেল

গত বছরের জুলাই-আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতায় অবস্থান করছেন। এর মধ্যেই সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হচ্ছে—”এই মুহূর্তে কলকাতায় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বৈঠক করবেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সাথে।” ভিডিওটি ফেসবুকে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে।

তবে সত্যতা যাচাই করে দেখা গেছে, এই দাবির কোনো ভিত্তি নেই। আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশি ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমর স্ক্যানার জানায়, ভিডিওটি আসলে পুরোনো সরকারি সফরের দৃশ্য, যা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। সংস্থাটি তাদের অনুসন্ধানের ভিত্তিতে সোমবার (৩ মার্চ) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

তদন্তে দেখা যায়, ইউটিউব চ্যানেল Sting Newz-এ ২০১৯ সালের ২৩ নভেম্বর একটি ভিডিও প্রকাশিত হয়েছিল, যার শিরোনাম ছিল “কলকাতায় পা রেখে কি বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শুনুন”। প্রচারিত নতুন ভিডিওর বেশ কিছু অংশ ওই পুরোনো ভিডিও থেকে নেওয়া হয়েছে।

নির্দিষ্টভাবে দেখা গেছে, মূল ভিডিওর ০০:১৫ থেকে ০০:৪১ সেকেন্ড পর্যন্ত অংশটিই নতুন ভিডিওতে ব্যবহার করা হয়েছে। এতে শেখ হাসিনাকে গণমাধ্যমের সামনে বক্তব্য দিতে দেখা যায়। একইভাবে, Ekattor TV-এর ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২২ নভেম্বর প্রকাশিত আরেকটি প্রতিবেদনে দেখা যায়, সেই সময় শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে বাংলাদেশ-ভারত দিবারাত্রি টেস্টের উদ্বোধনীতে অংশ নিতে কলকাতায় গিয়েছিলেন।

ভিডিও পর্যবেক্ষণ করে দেখা গেছে, শেখ হাসিনার পোশাকের সঙ্গে ২০১৯ সালের সরকারি সফরের ভিডিওর মিল রয়েছে। অর্থাৎ, বর্তমান সময়ের ঘটনা হিসেবে যে দাবি করা হচ্ছে, তা আসলে একটি বিভ্রান্তিকর তথ্য। শেখ হাসিনা ও যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বৈঠকের দাবির কোনো সত্যতা নেই, বরং এটি পুরোনো ভিডিওর ভুল উপস্থাপন মাত্র।