গত ১৪ অক্টোবর মেয়ে ফাইজাকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশে ত্যাগ করেন ঢাকাই সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেত্রী আরিফা পারভিন জামান মৌসুমী। তবে ইচ্ছা থাকলেও এ দিন ভিসা জটিলতার কারনে স্ত্রী-কন্যার সঙ্গে যুক্তরাষ্ট্রে যাওয়া হয়নি ওমর সানীর। ফলে কিছুদিন তাদের থেকে দূরেই থাকতে হচ্ছে তাকে।
জানা যায়, অভিনেত্রীর একমাত্র মেয়ে ফাইজা যুক্তরাষ্ট্রের নাগরিক। ২৯ অক্টোবর তার ১৮ বছর পূর্ণ হবে। এরপর সে নাগরিক হিসেবে যুক্তরাষ্ট্রের আইডি কার্ড এবং অন্য কাগজপত্রের জন্য আবেদন করতে পারবে। মূলত, সে কাজটি করার জন্যই মেয়েকে নিয়ে সেখানে উড়াল দিয়েছেন মৌসুমী। গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন মৌসুমীর স্বামী চলচ্চিত্র অভিনেতা ওমর সানী।
এদিকে ভিসা জটিলতায় চিত্রনায়ক ওমর সানী নিজে যেতে পারেননি যুক্তরাষ্ট্রে। তাই মেয়ের জন্মদিন যেহেতু ২৯ অক্টোবর তাই এই দিনটিতে শুভেচ্ছা জানাতে ভুলে যাননি। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে একটি বার্তা দিয়েছেন। নিজের পারিবারিক ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন মা, সুদূর আমেরিকায় তোমার মার সঙ্গে অবস্থান করছ। আমার কাছে নেই আমার বুকটা খা খা করছে। তুমি মানুষের মতো মানুষ হও মা। আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। শুভ জন্মদিন ফাইজা আবিহা মৌসুমী।’
প্রসঙ্গত, এক সঙ্গে কাজের সূত্র ধরে পরিচয়, অতঃপর দীর্ঘদিন প্রেমের পর ১৯৯৬ সালের ২ আগস্ট দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ওমর সানীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মৌসুমী। বর্তমানে দুই সন্তানের অভিভাবক গুণী এই দম্পতি।