আরেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সৈয়দুল হক সুমন সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাকে ‘পচা মাল’ বলে অভিহিত করেছেন।
সম্প্রতি সালাম মুর্শেদীর গুলশানে সরকারি বাড়ি অবৈধ দখল সংক্রান্ত রিট আবেদনের শুনানি শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার সুমন এ মন্তব্য করেন।
ব্যারিস্টার সুমন বলেন, যেহেতু আমি আওয়ামী লীগ, আমি বিশ্বাস করি আওয়ামী লীগ এত বড় সংগঠন যা সমুদ্রের মতো। সাগর যেমন পচা বস্তুকে নিজের পেটে রাখে না বরং সমুদ্রের ধারে ঠেলে দেয়।
তিনি বলেন, আমি বিশ্বাস করি আওয়ামী লীগের উচিত যারা পচা মাল বলে মনে করা হয় তাদের পেট থেকে বের করে প্রান্তে ঠেলে দেওয়া। এতে দেশ ও জনগণের উপকার হবে। পচা পণ্য রেখে কোনো দেশ, গোষ্ঠী বা ব্যক্তি লাভবান হয় না। আমি বিশ্বাস করি পচা মাল সরালে সবার জন্য কাজ দেবে।
বর্তমান সংসদ সদস্য আরও বলেন, আমিও যদি কোনো দিন পচা মাল হয়ে যাই, রাষ্ট্রের স্বার্থে দলের পেট থেকে বের করে কিনারায় দিয়ে দিক। এটা রাষ্ট্রের জন্য উপকারী হবে।