সম্প্রতি বাংলাদেশের নির্বাচনকে ঘিরে ভারতের হস্তক্ষেপ প্রকাশ্যে দেখেছে দেশের ১৮ কোটি মানুষ। বাংলাদেশের মানুষের গনতান্ত্রিক অধিকার হরণে আওয়ামীলীগকে যে ভাবে একক ভাবে সমার্থন করেছে ভারত তা কোনো গনতান্তিক দেশের কাম্য হতে পারে না।অথচ ভারত ১৪ ও ১৮ মতো ২৪ সালেও এমন কাজটি করেছে নির্লজ্জের মতো। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
দেশ রুপান্তর খবর ছাপছে তার টাইটেল দিছে, “মোশাররফ করিমকে হু/মকি দিলেন পিনাকী!”
ঠিক আছে ধরে নিলাম আমার কথাকে হু/মকি হিসেবে নেয়া হয়েছে। আমি মোশাররফ করিমকে মার্তে চাই নাই। কিন্তু এই দেশ রুপান্তর কি টাইটেল করতে পারবে শেখ হাসিনা গনপিটুনির হুমকি দিলেন? পারবে না। হাসিনার কথিত বয়ফ্রেন্ড মিনাল কান্তি যে বলেছিলো বিরোধীদলকে উদ্দেশ্য করে, ডান্ডা মারা তো শুরুই হয় নাই। সেই খবরকে কী টাইটেল করেছিলো দেশ রুপান্তর? শামিম ওসমানের “খেলা হবে” এটাকে কি হু/মকি বলে দেশ রুপান্তর?
আচ্ছা বাদ দিলাম। দেশ রুপান্তর যে বলছে আমি মোশাররফ করিমকে হুব্বার প্রমোশন করতে নিষেধ করেছি, কিন্তু কেন? এইটা কি সংবাদে থাকাটা সাংবাদিকতার বেইসিক স্ট্যান্ডার্ডের মধ্যে পড়েনা? প্রেক্ষিত তো বলতে হবে। বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন চলছে যা মেজর সব আন্তর্জাতিক পত্রিকা কভার করেছে সেটার কোন উল্লেখ আছে সংবাদে? এটা থাকা উচিৎ না?
আগামী বিশ বছর পরে তো এই নিউজ দেখে কেউ আগা মাথা খুজে পাবেনা, কেন মোশাররফ করিমকে পিনাকী হু/মকি দিলো?
দেশ রুপান্তরের সম্পাদককে যদি সারদা একাডেমির ঘোড়ার কাছে মু/ক্তিযুদ্ধের জন্য পাঠাইতে চাই তাইলে কি খুব অন্যায় হবে?