বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একজন ব্যক্তিত্বে পরিনিত হয়েছেন পিনাকী ভট্টাচার্য। প্রবাসে থাকলেও তিনি বাংলাদেশ নিয়ে সব সময়ই বলে থাকেন নানা ধরনের কথা করে থাকেন আলোচনা। সম্প্রতি একটি মানবিক দৃষ্টি থেকে তিনি সাহায্য চেয়েছেন প্রবাসীদের কাছে। পাঠকদের উদ্দেশ্যে তার সেই পোস্ট তুলে ধরা হলো হুবহু:-
গতকাল আমার ভিডিওতে দেখেছেন কীভাবে ব্রাহ্মণবাড়িয়ার ১৬ বছরের কিশোর রাতিনকে গুলি করে মারা হয়েছে। তার বোনও কয়েকদিন পরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। রাতিনের পরিবার এই চিকিৎসার খরচ যোগাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছে।
রাতিনের বাবার সাথে কথা হয়েছে। উনাকে যদি একটা ছোটখাটো মুদিখানার দোকান করে দেয়া যায় তাহলে পরিবারটা বেচে যায়।
প্যারিসে স্ট্রিট আর্টের ফাণ্ডে বাংলাদেশী টাকায় পঞ্চাশ হাজারের মতো টাকা আছে। যদি আরো লাখ দেড়েক টাকা জোগাড় করা যায় তাহলে লাখ দুয়েক টাকা আমরা রাতিনের পরিবারকে দিতে পারবো দোকান করার জন্য।
আমি বেশী নয় এক বা দুই ডলারের সাহায্য চাইছি। আমরা হাজার খানেক প্রবাসী এই সামান্য সাহায্য করলেই টাকাটা তুলে ফেলতে পারবো।
প্রসঙ্গত, এ দিকে তার এই মানবিক সাহায্যের পোস্ট এ অনেকেই দিয়েছেন সাড়া। জানা গেছে খুব শীঘ্রই ওই পরিবারকে সাহায্য করবেন তিনি।