Saturday , November 23 2024
Breaking News
Home / National / আমি পারাপারের দায়িত্ব নেয়নি, পারমিশন দিয়েছি: রেলপথ মন্ত্রী
8th Photolovers Circuit (India), Photolovers Medal

আমি পারাপারের দায়িত্ব নেয়নি, পারমিশন দিয়েছি: রেলপথ মন্ত্রী

যাতায়াত ব্যবস্থার অন্যতম একটি মাধ্যম ট্রেন। তবে বর্তমান সময়ে অসাবধানতার বশে এই ট্রেনে নানা ধরনের দূর্ঘটনার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ট্রেনের লাইন ম্যান এবং ট্রেন চলাচলের সমু অনেক গাড়ির অনিয়মের জের ধরে দূর্ঘটনা ঘটছে। তবে এই দূর্ঘটনা এড়াতে আপ্রান ভাবে কাজ করছে রেল কতৃপক্ষ। সম্প্রতি এই খাতের উন্নয়ন এবং দূর্ঘটনা প্রসঙ্গে বেশ কিছু কথা জানালেন বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

আইন অনুযায়ী রেল চলার সময় ১৪৪ ধারা জারি থাকে জানিয়ে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, রেল অগ্রাধিকার। কিন্তু সিগন্যাল না মেনে ব্যারিয়ার ভেঙে আপনি রেলকে ধাক্কা দিচ্ছেন কেন? মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের জন্য ৫৮০টি মিটার গেজ ওয়াগন সংগ্রহে চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে নুরুল ইসলাম সুজন বলেন, আমি ব্যারিয়ার দিয়েছি আপনি যাতে আমার রেলকে ধাক্কা দিতে না পারেন। আমার রেলে নিরাপত্তাটুকু দিচ্ছি। আপনি সিএনজি নিয়ে পার হবেন, সেই ব্যবস্থার জন্য তো গেট করিনি। রেল আইন অনুযায়ী, যখন রেল চলে তখন ১৪৪ ধারা জারি থাকে। রেলকে তো অ্যাক্সেস দিতে হবে, রেল সবার অগ্রাধিকার। তিনি বলেন, এখন যদি আমি নতুন রেল লাইন করি, ধরেন যে ঢাকা থেকে কক্সবাজার রেল লাইন করছি, আমি যদি কোনো সড়ক পথ অতিক্রম করি রেল দিয়ে, তাহলে হয় আন্ডারপাস বা ওভারপাস করার দায়িত্ব আমার বা সমন্বয় আমি করে নেবো। কিন্তু যেখানে ব্রিটিশ আমল থেকে একশ দেড়শ বছর বা আশি বছর থেকে যে লাইন আছে, এখন আপনি রাস্তা দিয়ে আমার রাস্তা ক্রস করছেন, আপনার নিরাপত্তা তো, আমি বলেছি স্থানীয় সরকার এবং সড়ক বিভাগ- তাদের দায়িত্ব এটা, রেলের নয়। পৌরসভার দায়িত্ব এটা।

রেলপথমন্ত্রী বলেন, ব্যারিগেটটা আমি দেই আমার রেলে জন্য, ক্ষতি আপনার যেমন হয় আমারও হয়। আপনি তো ধাক্কা দিলেন, আমি তো আমার লাইন দিয়ে চলছি। আপনি আমাকে ধাক্কা দিয়েছেন। অবৈধ ক্রসিংগুলো বৈধ করার কোনো প্রক্রিয়া আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বৈধ বা অবৈধ নিয়ে কিন্তু প্রশ্ন আছে। এনওসি দিয়ে আমরা বৈধতা দেই, কিন্তু তার মানে এই নয় যে তাদের পারাপারের দায়িত্ব আমি নিলাম। আমি পারমিশন দিয়েছি যে পার করেন। কিন্তু আপনার লোক দিয়ে আপনি পার করবেন। আমার নিরাপত্তা ঠিক রেখে আপনি আপনার বাস, ট্রাক, সিএনজি, মানুষ নিয়ে যান। এই দায়িত্ব আপনার। আর অবৈধ যেগুলো বলছি সেগুলোও আমাদের দায় দায়িত্ব না। আমার দায় দায়িত্ব যতোটুকু নেই সেটা আমার রেলের চলাচলের দায়িত্ব নেই, আমি আপনার দায়িত্ব নেই না।

নুরুল ইসলাম সুজন বলেন, জীবনটা আমার, গাড়িটা আমার। মানুষকে সচেতন করাটা জরুরি, সিগন্যাল যখন পড়লো তখন তো আটকে যাওয়ার কথা। সিগন্যাল তো দূরের কথা, সেখানে ব্যারিয়ার ভেঙে যাচ্ছে। এই লোকটাকে কীভাবে সামলাবো বলেন? আপনি দেখেন, লেবেল ক্রসিংয়ের ওপর ট্রাক উঠে দাঁড়িয়েছে। আপনি প্রয়োজনে শহর বাড়াচ্ছেন, আপনি মেয়র মহোদয় নতুন রাস্তা রেলের ওপর দিয়ে ক্রস করাচ্ছেন। নিরাপদ রাস্তা দেওয়ার দায়িত্ব আপনার।
তিনি বলেন, আমি যে রেল ক্রসিংয়ে ব্যারিয়ার দেই, গেট দেই সেটা আমার রেল যাবে তার নিরাপত্তার জন্য। কিন্তু আপনি মোরসাইকেলে পার হবেন, আপনার নিরাপত্তার জন্য, আমি মনে করবো আপনি রেলকে ধাক্কা দিলেন। আমার নিরাপত্তার বিঘ্ন ঘটিয়েছেন, রেল নয়।

বর্তমান সময়ে রেল খাতে ব্যপক উন্নয়ন হয়েছে। এমনকি রেল ব্যবস্থা আধুনিকরন করতে নিরলস ভাবে কাজ করছেন বাংলাদেশ সরকার। ইতিমধ্যে এই খাতের উন্নয়নের লক্ষ্যে নানা ধরনের পদক্ষেপ গ্রহন করেছে সরকার। এমনকি এই খাতের উন্নয়নে বিশ্বের বেশ কয়েকটি দেশের সাথে যুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ।

About

Check Also

যুক্তরাষ্ট্রের কাছে সেন্টমার্টিন লিজ দেওয়ার বিষয়ে যা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস উইং

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়েছে যে অন্তর্বর্তী সরকার সেন্টমার্টিন দ্বীপকে লিজ দিচ্ছে। তবে প্রধান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *