সম্প্রতি দ্বাদশ নির্বাচনে ভারতে সরাসরি হস্তক্ষেপের বিষয়টি দেশে জনগনের সামনে প্রকাশ পেয়েছে।দেশের গণতান্ত্রিক ব্যবস্থা এভাবে নিলজ্জের মতো হস্তক্ষেপ কিছুতেই মানতে চাইছে না। যার ফলে দেশের জনগণের মধ্যে ভারত বিদ্বেষীর বিষয়ে আস্তে আস্তে প্রকাশ্যে আসছে।যার কারণে ভারতে পণ্য বয়কট করতে তাদের সাড়া দিতে দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছে পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
আমাকে অনেকেই অনেক ভিডিও পাঠান। গত পরশু একটা ভিডিও পাইছি। যেইটা দেইখ্যা আমি নিশ্চিত হইছি “ইন্ডিয়া আউট” আমাদের ধারণার চাইতেও বেশী সফল হবে। কী ছিলো সেই ভিডিওতে।
একটা বাচ্চা ছেলে বছর পাচেক বয়স হবে, সে বাজারে গেছে। সেল্ফ থেকে একটা জিনিস নিয়েছে। ওর মা বলছে ওইটা নিওনা ওইটা ইন্ডিয়ান। আর বাচ্চাটা পণ্যটা তড়িঘড়ি ফেলে দিয়ে কান্না করতে শুরু করেছে আর বলছে আমার হাত ধুয়ে দাও, আমার হাত ধুয়ে দাও।
আপনাদের মনে আছে, আমি বলেছিলাম, ভারতীয় পণ্য, হারাম, ওইটা অপবিত্র, ওটা ছুবেন না, কারণ ওটায় ফেলানির রক্ত লেগে আছে, ওটায় আমাদের নি/হত গনতন্ত্রের ছোয়া আছে, নিখোজ ভাইয়ের কান্না লেগে আছে। এই পিওরিটি আর ইম্পিওরিটির ধারণা একটা লড়াইকে বিপুল শক্তি দেয়। খোদাতায়ালা আমাদের লড়াইকে হয়তো এর মধ্যেই কবুল করেছেন।
নির্ভয়ে সামনে আগান। আমাদের বিজয় সুনিশ্চিত।