জনপ্রিয় অভিনেতা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের কাছে সাত লাখ টাকা দাবি করেছেন অজ্ঞাতনামা এক ব্যক্তি।
সোমবার রাত ৮টা ৫২ মিনিটে মোবাইল ফোনে চাঁদা চাওয়া হয়। এ ঘটনায় মঙ্গলবার হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেন হিরো আলম।
জিডিতে হিরো আলম উল্লেখ করেন, হাতিরঝিলের বাসায় অবস্থানকালে এক অজ্ঞাত ব্যক্তি আমার প্রাইভেট নম্বর ০১৭১…১৭ এ ০১৯০৪…৮৭ থেকে ফোন করে আমার কাছে ৭ লাখ টাকা দাবি করে।
এই চাঁদা না দিলে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় এবং বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে হিরো আলম দেশের একটি জনপ্রিয় সংবাদমাধ্যমকে বলেন, আমি ঘটনার বর্ণনা দিয়ে হাতিরঝিল থানায় একটি জিডি করেছি। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পুলিশকেও অনুরোধ করেছি। জিডি নম্বর ৬৯৯।
এর আগে গত ১৯ জুলাই হিরো আলম অফিসে এসে হু/মকির অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমকে বলেন, কিছু লোক তাকে হ/ত্যা করতে চাইছে। নিরাপত্তা নিয়ে চিন্তিত তিনি।
আজ ভোর সাড়ে ৫টার দিকে ৪টি মোটরসাইকেল নিয়ে ৮ থেকে ১০ জন আমার মহানগর প্রকল্প কার্যালয়ে এসে নিরাপত্তাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করে।
তারা সিকিউরিটি গার্ডকে বলে, হিরো আলমকে ডাক দে, সে কোথায় থাকে, তাকে ফোন কর, তার খবর আছে।