Sunday , November 24 2024
Breaking News
Home / Entertainment / আমি নিজেও কেঁদেছি, টিস্যু দিয়ে কয়েকবার চোখ মুছেছি : সিয়ামের বাবা

আমি নিজেও কেঁদেছি, টিস্যু দিয়ে কয়েকবার চোখ মুছেছি : সিয়ামের বাবা

ঢাকাই সিনেমার খুবই পরিচিত এক মুখ সিয়াম আহমেদ। ২০১২ সালে মিডিয়ায় যাত্রা শুরু করেন তিনি। তবে দিন যতই যাচ্ছে ততই যেন জনপ্রিয়তার শীর্ষে পৌছে যাচ্ছেন সিয়াম। এদিকে চলটি মাসের আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিয়ামের অভিনীত সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। এরই মধ্যে সিনেমার আগ্রহ প্রকাশ করেছে কোটি কোটি ভক্ত-শুভাকাঙ্খিরা।

তবে সিনেমাটি মুক্তির আগে সোমবার সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে অনুষ্ঠিত হয় এর বিশেষ প্রদর্শনী। আমন্ত্রিতদের সঙ্গে বসে ‘মৃধা বনাম মৃধা’ উপভোগ করেন চিত্রনায়ক সিয়ামের বাবা নাসির আহমেদ। ছিলেন সিয়ামের মা মাহমুদা বেগম এবং স্ত্রী অবন্তীও।

পরিবার, পিতাপুত্র ও পুত্রবধুর সম্পর্কের সমীকরণ, আবেগ, দ্বন্দ নিয়ে নির্মিত ‘মৃধা বনাম মৃধা’ উপভোগ করে কাঁদতে কাঁদতে হল থেকে বের হন দর্শক। সিনেমাটি দেখে সবাই মত দিচ্ছেন, চলতি বছরে যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে সেগুলোর মধ্যে সেরা সিয়ামের ‘মৃধা বনাম মৃধা’।

অভিনেতা তারিক আনাম খান বারবার অভিনয় সমৃদ্ধ কাজ দিয়ে নিজেকে প্রমাণ করেছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। সেই সঙ্গে সিয়ামও অভিনয় দিয়ে দর্শককে দারুণভাবে মুগ্ধ করেছেন। প্রথম সিনেমাতেই নোভা রীতিমত সবাইকে অবাক করেছন। সিনেমাটির মাধ্যমে দীর্ঘদিন পর আবারও বাংলা সিনেমার দর্শক ‘পিউর ফ্যামিলি ড্রামা’ সিনেমা পেতে যাচ্ছেন!

সিনেমাটি যেমন প্রিমিয়ারে দর্শকদের মন ছুঁয়ে যায়, তেমনি সিয়ামের বাবা নাসির আহমেদ নিজেও মুগ্ধ হন সন্তানের এমন কাজে। বিশেষ প্রদর্শনী শেষে চোখ মুছতে মুছতে নাসির আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, সিয়াম ১০০ এর মধ্যে ২০০ নাম্বার পাওয়ার মতো অভিনয় করেছে। সে সামাজিক ও পারিবারিক গল্পের এই সিনেমায় সাবলীলভাবে অভিনয় করেছে। সিয়াম ছাড়াও তারিক আনাম সাহেব, নোভাও খুব ভালো অভিনয় করেছে। সকল দর্শকদের এমন ভালো সিনেমা দেখা উচিত।

সিয়ামের বাবা নাসির আহমেদ বলেন, একটি প্রয়াস তখনই সুন্দর ও সার্থক হয় যখন সেটা সমাজ ও সমাজস্থ মানুষের কথা বলে। সিনেমাটি দেখার সময় অনেকে কেঁদেছে। আমি নিজেও কেঁদেছি। টিস্যু দিয়ে কয়েকবার চোখ মুছেছি। বিশেষ করে সিনেমার শেষে যখন বাবা ছেলে কাঠগড়ায় মুখোমুখি হন সেই দৃশ্যটা সবচেয়ে মনে ধরেছে। এটা এমন এক গল্পের সিনেমা নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও কান্না থামাতে পারিনি। আবেগ চলে এসেছে।

তিনি বলেন, এটা নায়ক নায়িকা নির্ভর সিনেমা নয়। গল্প চরিত্র অভিনয় সমৃদ্ধ একটি সিনেমা। সেই হিসেবে সিয়াম অভিনেতা হিসেবে খুব চমৎকার করেছে। একজন অভিনেতার কাজ তখনই সফল হয় যখন সে সমস্ত প্রচেষ্টা দিয়ে মানুষকে ভাবাতে পারে কাঁদাতে পারে। আমি মনে করি সিয়াম সেটা পেরেছে হান্ড্রেডে টু হান্ড্রেড পারসেন্ট। বাকি সবাই নিজস্ব আঙ্গিকে দুর্দান্ত অভিনয় করেছে।

এদিকে জানা গেছে, আগামী ২৪ ডিসেম্বর ৪৪ টি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছেন সিয়ামের অভিনীত নতুন এই সিনেমাটি। ‘মৃধা বনাম মৃধা’ এর পরিচালনা করেছেন রনি ভৌমিক। এটি ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে, এমনটাই প্রত্যাশা করছেন অনেকেই। এমনকি এটি নতুন কোনো রেকর্ডও গড়তে পারে বলে মনে করছেন তারা।

About

Check Also

আপত্তিকর সেই ভিডিও নিয়ে মুখ খুললেন তিশা (ভিডিও)

সম্প্রতি ঢাকার দোহার উপজেলার এক জমিদার বাড়িতে নাটকের শুটিং চলাকালীন ঘটে বিব্রতকর একটি ঘটনা। ‘প্রেমিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *