সম্প্রতি নির্বাচনকে সামনে রেখে আবারও একতরফা ভোটে করার জন্য বর্তমান সরকার একের পর নতুন কৌশল নিচ্ছে।তারা সংবিধানের দোহাই দিয়ে আবারও জনগণের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার লক্ষে এগিয়ে যাচ্ছে।আর তাদের এই তাদের এই লক্ষ অর্জনের প্রধান বাধা হচ্ছে বিএনপির আন্দোলন। সে কারণে তারা বিএনপির আন্দোলন দ/মাতে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর নি/র্যাতন, নি/পীড়ন, অব্যাহত রেখেছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
আমি দল করিনা। কিন্তু ফ্যাসিবাদ বিরোধী দুই বড় রাজনৈতিক দল বিএনপি আর জামায়াতরে আমি পুছি। এই দুই দলের নেতা কর্মী ও সমর্থকেরা আমার সহযোদ্ধা। এর বাইরে কোন বুদ্ধিজীবীদের আমি দু/ চি* না। এর বাইরে কে কতো বড় বুদ্ধিজীবী কার কতো বুদ্ধি আছে, কার ফেচিবিরোধী আন্দোলনে কন্ট্রিবিউশান আছে এইড্যা আমার দেখার বিষয় না। ইন ফ্যাক্ট বাঙু বুদ্ধিজীবীদের বাম্বু দেয়াই আমার ব্রত। সে হাসিনার বিরুদ্ধে কইলেও।
আপনাদের নিরেট বুদ্ধিহীনতা দিয়া এই অবস্থান আপনারা নিজেরাই তৈরি করিছেন। আপনাদের সাথে জনমানুষের কোন যোগাযোগ নাই। যোগাযোগের কোন তরিকাও তৈরি করেন নাই। কেমনে এড্যা তৈরি করা লাগে এইডাও জানেন না। আমি যতোদিন বাইচ্যা আছি আপনাগেরে আমি বাম্বু দিতে দিতে বাংলাদেশে অপ্রাসঙ্গিক কইর্যা দিমু। এইটা ফাও আলাপ না।