আলোচিত সমালোচক পিনাকী ভট্টাচার্য বর্তমানে দেশের বাইরে গিয়ে ফ্রান্সে অবস্থান করছেন। তিনি দীর্ঘদিন ধরে বর্তমান সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করেছেন। এদিকে সাম্প্রতিক সময়ে পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। তিনি তার বিরুদ্ধে মামলা দায়েরের বিষয় নিয়ে রসিকতার সুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। তার সেই পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
কথা সত্য, আমি গ্রেপ্তার হইছি ফ্রান্স পুলিশের হাতে। এখন ফ্রান্সের জেলে আছি৷ একটা এপার্টমেন্ট দিছে, ওয়াইফাই আছে, ফাইভ জি। খানা খাদ্য আছে, টিভিতে নে”টফ্লিক্স আছে, বিশেষ বিবেচনায় কোলকাতার হই’চই এর কন্টেন্ট ও দেখা যায়। ইউ”টিউবও করা যায়, ফে”ইসবুকিং করা যায়। জিমে যাওয়া যায়, সন্ধ্যায় জগিং এও যাওয়া যায়, পিএইচডির ক্লাস পড়াশোনা চলতেছে। খালি নয়টা ছয়টা অফিস করতে হয়। এইটা নিয়া সমস্যায় আছি। আমার জন্য দু’আ রাইখেন।
উল্লেখ্য, পিনাকী ভট্টাচার্য দেশে থাকার সময় তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ ওঠে। তিনি ছিলেন পপুলার ফার্মাসিটিক্যালসের একজন বিশেষ কর্মকর্তা। তার বিরুদ্ধে নকল ওষুধ বিক্রির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে। তাছাড়া বিভিন্ন বিষয়ে তিনি বেশ চাপে পড়েন। এরপর থেকে তিনি বিদেশে অবস্থান করছেন।