বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের পর রোববার সন্ধ্যা পর্যন্ত রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে রাখা হয়। সেখানে ডিবির কর্মকর্তারা তাকে দুপুরের খাবার দেন। কিন্তু পুলিশের দেওয়া খাবার তিনি খাননি। বাসা থেকে পাঠানো খাবার খেয়েছেন মির্জা ফখরুল। ডিবি ও পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি গণতন্ত্রের জন্য মাঠে নেমেছি, ডিবি অফিসের খাবার খেতে নয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) এক কর্মকর্তা কালবেলাকে বলেন, নিয়ম অনুযায়ী দুপুরে বিএনপি মহাসচিবকে খাবার দেওয়া হয়। তবে বাইরের খাবার খান না বলে জানান তিনি। এরপর তার পরিবারের কাছে খবর দিয়ে খাবার আনা হয়। কিন্তু তিনি ডিবি কার্যালয়ে একাধিকবার চা পান করেন।
ওই কর্মকর্তা জানান, ফখরুলের দুই গৃহকর্মী বাড়ি থেকে খাবার নিয়ে আসেন। পরে সে সেই খাবার খায়। এর আগে গত ২৯ জুলাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে আপ্যায়ন করেন ডিবি প্রধান হারুন অর রশিদ । সেই সময়ের ভিডিও এবং স্থিরচিত্র ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়। এরপরও বিভিন্ন আইনি সেবা নিতে গিয়ে ডিবি প্রধানের কার্যালয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের খাবার খাওয়ার ছবি বিভিন্ন সময়ে ভাইরাল হয়।