Wednesday , December 25 2024
Breaking News
Home / opinion / আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি,পদ-পদবিহীন মানুষ আমি:প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিবের স্ট্যাটাস

আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি,পদ-পদবিহীন মানুষ আমি:প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিবের স্ট্যাটাস

আশরাফুল আলম খোকন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব তিনি। বর্তমানে বাস করছেন যুক্তরাষ্ট্রের মাটিতে। সম্প্রতি তার জন্মদিনকে ঘিরে তিনি দেশের মানুষের যে ভালোবাসা পেয়েছেন তাতে মুগ্ধ হয়েছেন তিনি। আর এ নিয়েই দিয়েছেন একটি স্ট্যাটাস। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:-

কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই. আমি অভিভূত…

অতি আবেগে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি।আমার মতো ক্ষুদ্র একজন মানুষের জন্মদিনে যে ভালোবাসা সবাই দেখিয়েছে, এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। এইটুকু বুঝেছি যে কোনো কাজ বৃথা যায়না, ভালোবাসা দিয়ে যাদের পাশে দাঁড়িয়েছিলাম তারা মনে রেখেছে। তাদের কোনো চাওয়া পাওয়াও নেই নিখাদ ভালোবাসা ছাড়া।

আমি পদ- পদবিহীন খুবই সাধারণ মানুষ, দেয়ারও কিছু নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধুর ক্যান্টিন, কার্জন হলে কেক কেটেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মী ও আমার গাজীপুরের ছাত্রকল্যানের ছেলে মেয়েরা। ঢাকা পলিটেকনিকে দোয়া মাহফিলের আয়োজন করেছে সেখানকার ছাত্রলীগের নেতাকর্মীরা, আমার এলাকা কাপাসিয়ার বিভিন্ন এতিমখানা ,মাদ্রাসা,মসিজিদে মিলাদ ও কোরআন খতমের আয়োজন করেছে আমার ভালোবাসার মানুষগুলো। চট্টগ্রামের আনোয়ারা ও চাদঁপুরেও মিলাদ মাহফিল হয়েছে। আমার একবন্ধু নিজে রান্না করে পার্কে পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে। এইরকম অসংখ্য ছবি সবাই পাঠিয়েছে। আর ফেসবুক ও ফোনে সবার অগণিত ভালোবাসা- শুধু ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা।

আর আমার নিউইয়র্কের হিতাকাঙ্খী, ছোট ভাই, বন্ধু পরিবারতো আছেই। সব ছবি এক সাথে দিলাম ..

প্রসঙ্গত, একটা সময়ে তিনি বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। এরপর প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন ৭ বছর। এরপরই তিনি বিদেশের মাটিতে স্থায়ী ভাবে বসবাস করেন। তবে এখনো সময় পেলেন বাংলাদেশে আসেন তিনি।

About Rasel Khalifa

Check Also

আগামীকাল ঢাকায় বড় কিছু ঘটানোর পরিকল্পনা, আপাতত যানবাহন তল্লাসি করুন: ইলিয়াস হোসেন

আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও সংগঠন, যারা সংখ্যালঘু হিন্দুদের মধ্যে রয়েছে, পরিকল্পিতভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *