নির্বাচনে জয়ী হয়ে মাগুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। বুধবার (২৯ নভেম্বর) আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার তিনদিন পর গাড়িবহর নিয়ে মাগুরায় পা রাখার সময় তিনি এসব কথা বলেন।
সাকিব বলেন, রাজনীতিতে তার অভিজ্ঞতা কম। তাই মাগুরার উন্নয়নে সিনিয়র নেতাকর্মীদের পরামর্শ নিয়ে কাজ করতে চান তিনি। কোচের কাছ থেকে ক্রিকেটে হাতেখড়ি যেমন পেয়েছেন রাজনৈতিক প্রবীণদের কাছে রাজনৈতিক নির্দেশনা চেয়েছেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার।
তিনি বলেন, মাগুরা-১ আসনে সাইফুজ্জামান শিখর ভাই কতটা ভালো করেছেন তা আপনারা সবাই জানেন। এখানে আমি মনোনয়ন পেলেও আসলে এটি তার আসন। আমরা একসঙ্গে কাজ করব। মাগুরাকে অনেক দূরে নিয়ে গেছেন। নির্বাচিত হলে আমরা দুজনেই আগামী পাঁচ বছরের জন্য মাগুরাকে এগিয়ে নিতে পারব। উন্নয়নের জন্য নৌকায় ভোট দিতে হবে। শুধু মাগুরা নয়, সারা বাংলাদেশে।
মাগুরায় নেতাকর্মীদের সংবর্ধনায় উচ্ছ্বসিত সাকিব বলেন, ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি, বহুবার সংবর্ধনা পেয়েছি। তবে এই সংবর্ধনার চেয়ে বড় কিছু আমার জীবনে আসেনি।
মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতির নাম উল্লেখ করে তিনি বলেন, তারা আমাদের অভিভাবক। তারা আমাকে শেখাবে। আমি হলাম এখানে ক্লাস ওয়ানের একজন ছাত্র। তারা এখানে পিএইচডি করেছেন। আমি তাদের নির্দেশনায় এগিয়ে যাব।
এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিশাল বহর নিয়ে সাকিব তার নির্বাচনী এলাকার উদ্দেশে রওনা হন। দুপুর সাড়ে ১২টার দিকে সাকিবসহ নেতাকর্মীরা মাগুরায় পৌঁছান। গড়াই নদীর ব্রিজ থেকে স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় সাকিবের বাবা মাশরুর রেজা উপস্থিত ছিলেন। শাকিবকে স্বাগত জানাতে শতাধিক মোটরসাইকেল ও প্রাইভেটকারের শোডাউন দেখা গেছে।