বিতর্কিত লিখিকা তসলিমা নাসরিন দীর্ঘ দিন ধরে নির্বাসিত দেশে থেকে।তিনি ধর্মীয় বিষয়ে বিতর্কে জড়িযে দেশ ছাড়তে বাধ্য হোন।তবে তিনি অর্থনৈতিক, রাজনৈতিকসহ বিভিন্ন বিষয়ে লেখালেখি করে থাকেন।তার দাবি মিথ্যা অভিযোগ তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়। যার কারণে তিনি অনেকের বিরুদ্ধে অভিযোগ করে থাকেন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিতর্কিত লিখিকা তসলিমা নাসরিন পাঠকদের জন্য হুবহু নিচে দেওয়া হলো।
বাংলাদেশে এমন কোনও পীর , মোল্লা , মৌলানা আছে যে আমার নিন্দে করে বেড়ায়নি? এমন কোনও মসজিদ আছে, এমন কোনও মাদ্রাসা আছে যেখানে আমার বিরুদ্ধে কুৎসা রটানো হয়নি? এমন কোনও ওয়াজি আছে, যে আমার বিরুদ্ধে ওয়াজ করেনি? না, নেই।
বাংলাদেশে এমন কোনও মিডিয়া আছে, আমার বিরুদ্ধে মিথ্যে কথা লেখেনি? না, নেই।
বাংলাদেশে এমন কোনও শিল্পী সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবী আছে যে কিছুটা হলেও হিপোক্রিট নয়? না, নেই।
বাংলাদেশের খালেদা বা হাসিনার সরকার কেউ কি আমার বাক স্বাধীনতার বিরুদ্ধে মামলা না করে থেকেছে? আমার বই না ব্যান করে থেকেছে? আমাকে দেশ থেকে অন্যায়ভাবে না বের করে দিয়ে থেকেছে? আমাকে দেশে ফেরায় বাধা না দিয়ে থেকেছে? না, থাকেনি।
এই হলো আমার ‘সোনার বাংলা’। আমি একটি নষ্ট দেশে জন্মেছিলাম। নষ্ট মানুষের ভিড়ে আমার জীবনের অনেক মূল্যবান সময় ব্যয় হয়েছে। দেশ আমার কাছে মানুষ। নষ্ট মানুষেরা আমার জীবন দুর্বিষহই করেছে শুধু। আমার মন কাঁদে ভাল কিছু মানুষের জন্য, ভাল কিছু মানুষকে আমি চিরকালই শ্রদ্ধাভরে স্মরণ করবো।