গত শুক্রবার (১০ জুন) ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত ই জনপ্রিয় ‘খল’ অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে গিয়ে এক অপ্রত্যাশিত কাণ্ড ঘটিয়ে সংবাদ মাধ্যমের শিরোনামের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ওমর সামী-মৌসুমী এবং চিত্রনায়ক জায়েদ খান। আর এদিকে তাদের এ ঘটনাকে কেন্দ্র করে প্রশ্নবানে জর্জরিত অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।
রাজধানীর মালিবাগের একটি হোটেলে ‘তালাশ’ সিনেমার সংবাদ সম্মেলনে; চলমান বিষয়টি নিয়ে গণমাধ্যমকে প্রশ্ন করা হলে অভিনেতা এড়িয়ে যান। তিনি বলেন, আমি এই ফাঁদে পা দেব না। তবে সরাসরি না বললেও জায়েদ, ওমর সানী বা চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা বিতর্কে জড়িয়েছেন তাদের অনুরোধ জানিয়েছেন রাগ, গোস্বা দূর করার জন্য।
তিনি বলেছিলেন, আমি ওই ব্যাপারটিকে ফোকাসে আনতে চাচ্ছি না। আপানারা জানান আমি সবসময় ইতিবাচক কথা বলি। আমাকে যখনই একটি সিনেমার প্রমোশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, শত ব্যস্ততার মধ্যেও আমি যাচ্ছি এবং আপনারা দেখেননি যে ঐ একটা ছবির সঙ্গেও আমি যুক্ত আছি। ছবিগুলোর পৃষ্ঠপোষকতা করছি কিন্তু। তাই আমি চলচ্চিত্র উন্নয়নের কথা বলছি। তাই আমার চলচ্চিত্র কোনো একটি বিষয়কে কেন্দ্র করে আমি অন্যদিকে ফোকাস নিতে চাই না। ‘
আমি মনে করি, আমাকে দেখে শিখুক মানুষ, ‘ওইভাবেই পজিটিভলি চলুক। চলুন সিনেমাটিকে সেভাবেই ভালোবাসি। চলচ্চিত্রকে যখন ভালোবাসবে তখন ব্যক্তিগত রাগ গোস্বা, এগুলো দমন করারও চেষ্টা করবে। আমার কি গোস্বা নাই? আমি তো কাউকে হার্ট করছি না। আমি কাউকে নিয়ে আজেবাজে কথা বলছি না। কারণ আমি শিল্পী সমিতির নেতৃত্ব দিচ্ছি। আমি খারাপ কাজ করলে যেভাবে প্রচার হবে তাতে চলচ্চিত্রের ক্ষতি হবে। ‘
বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অবস্তা এখন অনেকটাই নড়বড়ে। তাই এ সময়ে জায়েদ-ওমর সানীর বিষয় ভালো চোখে দেখছেন কেউ। তবে এরপরও সবাইকে সমালোচনা না করারা আহ্বান জানিয়েছেন ইলিয়া। সবাইকে পজিটিভ দিক ভাবার কথা বলেছেন তিনি।