সদ্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বিনোদন জগতে তার দীর্ঘ সময়ের অভিজ্ঞতা থাকলেও, এই দায়িত্ব নিতেই বিভিন্ন সমালোচনার মুখে পড়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পুরনো কিছু পোস্ট ঘিরে অনেকেই তাকে আওয়ামী লীগের সহচর বলে আক্রমণ করছেন। এতে মর্মাহত ফারুকী তার অবস্থান পরিষ্কার করেছেন।
ফারুকী বলেন, ২০১২ সালে আমি আর ‘আরিফ আর হোসাইন’ কীভাবে এই সরকারের পতন ঘটানো যায়, তা নিয়ে আলাপ করতাম। সেই সময় থেকেই আমার বিরোধিতা ছিল স্পষ্ট, আমি কখনো সরকারের পাশে ছিলাম না।
তিনি আরও বলেন, ‘দুই দিন হলো দায়িত্বে আছি, ইতিমধ্যে আমার সহকর্মীদের বুঝাতে পেরেছি সংস্কৃতির ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনতে চাই। কিন্তু দায়িত্ব নেয়ার পর থেকেই আমাকে “ফ্যাসিস্টের দোসর” বলে অভিহিত করা হচ্ছে। অথচ সেই আমি সেই সময় থেকে আন্দোলনে পাশে ছিলাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম।’
ফারুকী উল্লেখ করেন, রাজনৈতিকভাবে নির্দলীয় থাকার পরও শাহবাগ আন্দোলনের সময় তিনি তা সমর্থন করেছিলেন। তবে পরে উপলব্ধি করেন যে, এটি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিভ্রান্তিকর হয়ে উঠেছে।
২০১৪ সালে তার এক লেখার জন্য বিএনপির সিনিয়র নেতা শিমুল বিশ্বাস তাকে ফোন করে ধন্যবাদ জানান। ফারুকী বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই, কিন্তু লেখার স্বাধীনতা উপভোগ করি।’
তিনি আরো জানান, দেশের সংষ্কৃতি নিয়ে কাজ করা তার দায়িত্বের অংশ, কিন্তু শিল্পী হিসেবে দায়িত্ব পালনে স্বাধীনতা চান।