আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক আলোচনা চলছে। তবে বিরোধ দলগুলোর দাবি বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। যার কারনে দেশের জনগন তাদের ভোটাধীকার হারিয়েছে। তাছাড়া বিগত দুুটি সংসদ নির্বাচন সুষ্ঠ ও নিরেপক্ষ হয়নি বলে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক রয়েছে। বিরোধী দল বিএনপি বর্তমান সরকারের অধীনে আর কোন নির্বাচনে অংশ নেবে না বলে তারা জানিয়ে দিয়েছেন। এবার নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে যা বললেন সাবেক সিইসি কে এম নুরুল হুদা।
নির্বাচনে সেনাবাহিনী কোনো কাজে আসে না বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
রোববার (১২ জুন) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
নুরুল হুদা বলেন, নির্বাচনে যে পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন হয় তা বিশ্বে বিরল। হাজার হাজার লোক বন্দুক হাতে যুদ্ধাবস্থার মতো দাঁড়িয়ে থাকে। আগেও বলেছি, এখনো বলছি, এসবের কোনো দরকার নেই।
তিনি বলেন, নির্বাচন পরিচালনায় সেনাবাহিনীর কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। কারণ, বিগত নির্বাচনে আমরা তাদের এক্টিভিটিস দেখেছি। তাই নির্বাচনের সময় সেনাবাহিনীকে মাঠে নামানোর দরকার নেই।
সাবেক সিইসি বলেন, আমার ছোটবেলায় দেখেছি একজন চৌকিদার বাঁশি মুখে আর হাতে লাঠি নিয়ে একটা কেন্দ্র নিয়ন্ত্রণ করতো। আর এখন সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ নামে। একটি কেন্দ্রে সশস্ত্র সদস্যের সংখ্যা একটি থানার সমান।
তিনি বলেন, এখন ইভিএম আছে, বক্স ছিনতাই করা যাবে না। তাছাড়া নির্বাচনের আগে ইভিএম চালু করা যায় না। এর যথেষ্ট সুবিধা রয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও সচিবরা উপস্থিত ছিলে।
প্রসঙ্গত, নির্বাচনে সেনা মোতায়নের প্রয়োজন নেই বলে মন্তব্য করেন সাবেক সিইসি। কারন নির্বাচনে সেনাবাহিনী কোন কাজে লাগে না। তিনি আরও বলেন, এখন তো ইভিএম ভোট হবে নির্বাচনের পূর্বে এটা চালু করা যায় না।