বাংলাদেশের মিডিয়া জগৎ এখন একটি বিষয় নিয়ে আলোচনায় মুখর। আর এই আলোচনা সমালোচনাটি হচ্ছে সাইবার বুলিং নিয়ে।
সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত হয় প্রথমবারের মত মিসেস উনিভার্স। আর এই অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে ছিলেন ইসরাত পায়েল।
অনুষ্ঠানে উপস্থিত বিচারক মীর সাব্বিরকে অনুষ্ঠানের এক পর্যায় তিনি স্টেজ এ আস্তে বলেন তার অনুভূতি শেয়ার করার জন্য। তার এই ডাকে মীর সাব্বির স্টেজ এ আসার পরে পায়েল তাকে বলেন তিনি যেন তার নাটক থেকে বরিশালের ভাষায় একটি বা দুটি লাইন বলেন। এ সময় মীর সাব্বির তার দিকে তাকিয়ে বলেন ”এ মাতারি তুমি এরম উদলা গায়ে দাঁড়ায় আছো ক্যান। ” আর এই কথা বলার সাথে সাথে ইসরাত পায়েল সহ সব দর্শকরা হেসে ওঠেন। ইসরাত পায়েল সে সময়ে তার অভিব্যক্তি ব্যক্ত না করলেও অনুষ্ঠান শেষে তিনি লাইভ করে সোশ্যাল মিডিয়াতে জানান, মীর সাব্বির এই কথার মাধ্যমে তাকে বুলিং করেছেন। আর সেই থেকে শুরু হয় এ নিয়ে আলোচনা সমালোচনা।
এ দিকে সেই বিষয়টি নিয়ে এবার একটি গণমাধ্যমের সঙ্গে কথা বললেন উপস্থাপিকা পায়েল।
আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে তিনি বলেন, “সেদিন মঞ্চে মীর সাব্বিরের ওই মন্তব্যের কারণে সাইবার বুলিং হচ্ছি। আমি সাইবার বুলিংয়ের শিকার।”
তিনি আরও বলেন, “এই মুহূর্তে আমি কিছুটা অসুস্থ। যে কারণে বিষয়টি নিয়ে বেশি কথা বলার পরিস্থিতিতে নেই। এছাড়া এ নিয়ে বেশি কথাও বাড়াতে চাচ্ছি না আর।”
প্রসঙ্গত, এ দিকে মীর সাব্বির এ বিষয়টির ব্যাখ্যা দিলেও এখনো তা মেনে নেননি ইসরাত পায়েল। তিনি জানিয়ে দিয়েছেন মীর সাব্বিরকে তার কাছে ক্ষমা চাইতেই হবে।