Wednesday , January 15 2025
Breaking News
Home / Entertainment / আমি অজয় সম্পর্কে কিছু গোপন কথা বলি, যা অনেকেই জানেন না : কাজল

আমি অজয় সম্পর্কে কিছু গোপন কথা বলি, যা অনেকেই জানেন না : কাজল

বলিউডের অন্যতম সুখী তারকা দম্পতি অজয় দেবগন ও কাজল দেবগন। সংসার সামলানোর পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাচ্ছেন দুজনেই। তবে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত নানা কারনে বহুবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই দম্পতি। আর এরই জের ধরে সম্প্রতি ফের আলোচনায় এসেছেন তারা।

জানা যায়, এবার স্বামী অজয় দেবগনের গোপন খবর ফাঁস করেছেন কাজল। তা নিয়েই চলছে শোরগোল।

ব্রিটিশ ‘সারভাইভালিস্ট’ বিয়ার গ্রিলসের ‘ইনটু দ্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’ অনুষ্ঠানে দেখা যাবে অজয় দেবগনকে। শোয়ের একটি সেগমেন্টে অজয়কে নিয়ে বলতে গিয়ে কাজল জানান, এই অভিনেতার অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার (ওসিডি) রয়েছে। ফলে অজয় হাতের আঙুল দিয়ে কোনো কিছু স্পর্শ করেন না।

কাজলের ভাষ্য, ‘আমি আপনাদের অজয় সম্পর্কে কিছু গোপন কথা বলি, যা অনেকেই জানেন না। প্রথমত, তিনি খুবই ভালো রান্না করতে পারেন। দ্বিতীয়টি হলো, তার অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার (ওসিডি) রয়েছে। কোনো কিছু হাতের আঙুল দিয়ে স্পর্শ করেন না।’

কাজল চান, বিয়ার গ্রিলসের সঙ্গে অজয় সবচেয়ে দুর্গন্ধযুক্ত, অরুচিকর কিছু হাত দিয়ে খেয়ে দেখাবেন। তিনি বলেন, ‘এটা আমার চ্যালেঞ্জ। দেখি এটি অজয় করে দেখাতে পারেন কিনা।’

এর আগে বিয়ার গ্রিলসের এই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত ও অভিনেতা অক্ষয় কুমার হাজির হন।

প্রসঙ্গত, এক সঙ্গে অভিনয়ের সূত্র ধরেই পরিচয় ঘটে তাদের। এরপর দীর্ঘ কয়েক বছর চুটিয়ে প্রেমের পর ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি আজলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ অজয়। বর্তমানে দুই সন্তানের অভিভাবক তারা। স্বামী-সন্তান নিয়ে বেশ ভালই রয়েছেন কাজল।

About

Check Also

দৌলতদিয়া পল্লীতে কাজের অভিজ্ঞতা নিয়ে যা বললেন রুনা খান

জনপ্রিয় অভিনেত্রী রুনা খান তার অভিনয় দক্ষতা এবং অসাধারণ চরিত্র উপস্থাপনার জন্য দর্শকদের হৃদয়ে জায়গা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *