শক্তিশালী ভারতের বিপক্ষে বাংলাদেশের এমন শ্বাসরুদ্ধকর জয়ে রীতিমতো অবাক ক্রিকেট প্রেমী কোটি কোটি ভক্তরা। শুরুতে ব্যাট করতে নেমে ৭৬ রানেই ৬ উইকেট হারিয়ে ৭ উইকেটে ২৭১ রানে নিয়ে যাওয়া যেন কল্পনাও করতে পারেনি কেউ। তবে মিরাকল হলেও তিন ম্যাচ ওয়ানডে সিজির ইতোমধ্যে টাইগারদের কাছে হার মানলো ভারত।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে ১ উইকেটে হারার পর বুধবার (৭ ডিসেম্বর) একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে ৫ রানে হেরেছে ভারত। প্রথম ম্যাচের নায়ক মেহেদি হাসান মিরাজ দ্বিতীয় ম্যাচেও ত্রাতার ভূমিকা পালন করেন। প্রথমে ব্যাট করে মাহমুদউল্লাহ রিয়াদের ৭৭ ও মিরাজের সেঞ্চুরির ভিত্তিতে ২৭১ রানে থামে বাংলাদেশ। জবাবে টাইগার বোলারদের কাছে হেরে যায় ভারত। এমনকি শেষ মুহূর্তে হাতের চোট নিয়ে মাঠে ফেরা রোহিতের লড়াকু ইনিংসও হারের হাত থেকে বাঁচাতে পারেনি দলকে।
বাংলাদেশ সিরিজ জয়ের পর ম্যাচ শেষে উচ্ছ্বসিত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিশেষ করে মিরাজের ব্যাটিং নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। পাপন বলেন, “সিরিজ শুরুর আগেও ভেবেছিলাম অন্তত একটি ম্যাচ জিতব। কিন্তু এখন পর্যন্ত যা দেখেছি, সত্যিই অবাক হয়েছি। মিরাজকে আমরা হিসেবের মধ্যে ধরিনি, তবে সে সেরা খেলেছে।
তিনি বলেন, মিরাজ যেমন প্রথমটিতে দুর্দান্ত খেলেছেন, দ্বিতীয়টিতেও তিনি ছিলেন অনবদ্য। আমার স্ত্রী আগেই বলেছে সে ভালো খেলবে। আমি বললাম আরে, টানা দুই দিন ভালো খেলে কেমন হয়। কিন্তু দেখুন ছেলেটা আজ ভালো খেলেছে।
এ সময়ে তিনি আরো জানান, ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ দলের সকলেই নিজেদের সেরাটা দেখতে সক্ষম হয়েছে। তবে দুটো ক্যাচ মিস ছাড়া।