আধুনিকতার ছোঁয়ায় মানুষ দিন দিন বদলে যাচ্ছে। বিগত বেশ কয়েক বছর আগেও প্রেম-ভালোবাসাকে বাঁকা চোখে দেখত আমাদের সমাজ। তবে বর্তমান সময়ে প্রেম নামক শব্দটাকে অতি সাধারন ভাবে দেখে যুবক ও যুবতীরা। কিছু যুবক রয়েছে যারা এই স্মার্টফোনকে হাতিয়ার করে বিপুল সংখ্যক মেয়েদের জীবন নষ্ট করে দেয় ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে মেয়েদের গুরুত্বপূর্ণ সম্পদ লুট করে। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে মাগুরায়।
প্রেমিক দাবি করে এক যুবককে বিয়ে করতে মরিয়া হয়ে আ//ত্মহত্যার হুমকি দিলেন ওই তরুণী। এ দাবিতে ১২ ঘণ্টা ওই যুবকের বাড়িতে অবস্থান করেন তিনি।
সোমবার সন্ধ্যায় মাগুরা ( Magura ) সদর উপজেলার মাঝি ইউনিয়নে তাজনুর হোসেন ( Tajnur Hossain ) নামে এক যুবকের বাড়িতে আশ্রয় নেয় ১৬ বছরের এক কিশোরী। মেয়েটির বাড়ি পাশের ইউনিয়ন রাঘবদাউরে।
তরুণী জানান, তাজনুরের সঙ্গে ৯ মাস ধরে তার প্রেমের সম্পর্ক চলে আসছে। তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে ছেলেকে বিয়ের কথা বললে সে পিছিয়ে যায়। শনিবার তিনি ঢাকায় ( Dhaka ) তাজনুর কর্মস্থলে যান। সেখান থেকে রবিবার মাঘিতে ফেরেন দুজনে।
ছেলের পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি। তারা মেয়েটিকে বাসায় যেতে বলে। মেয়েটি আত্মহত্যার হুমকি দেয়। এরপর তাজনুর ও তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হন। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সেখানেই থাকেন ওই তরুণী। এক সংবাদ মাধ্যমে কথা বলেছেন তাজনুর খালু হাসান আলীর সঙ্গে। তিনি বলেন, আমি শুনেছি যে মেয়েটির সঙ্গে আমার চাচাতো বোন তাজনুরের সম্পর্ক রয়েছে। সে এখন বিয়ে করার জন্য ওই বাড়িতেই থাকছে। আমরা তাকে তার বাবা-মাকে জানাতে বলেছি।”
সোমবার সকাল ৮টার দিকে মেয়েটি তাজনুর বাড়ি থেকে বের হয়। “আমি বাড়িতে যাচ্ছি,” তিনি বলেন. আমি আমার বাবা-মাকে নিয়ে আসব। আমাকে বিয়ে করতে হবে। বিয়ে না করলে আমি আত্মহত্যা করব। আমি তাজনুরকে দোষ দেব। সে আমার সাথে স্ত্রীর মতো আচরণ করছে এবং এখন সে আমাকে এড়িয়ে চলছে। ‘
মেয়েটি এখনো তার প্রেমিকের বাড়িতে অবস্থান করছে। ছেলের পরিবার মেয়ে ওই মেয়ের সাথে বিবাহ দিতে অনিচ্ছা প্রকাশ করেন মেয়েটির তবুও ওই বাড়িতেই বেঁকে বসে আছে। তার দাবি যদি ওই ছেলের সাথে বিবাহ না দেওয়া হয় তাহলে সে আত্মহনন করবে এ ঘটনায় ছেলের পরিবার বিপাকে পড়েছেন। তারা জানিয়েছে অবস্থা বেগতিক হলে আইনের আশ্রয় নিতে বাধ্য হবে। তাদের ছেলে নির্দোষ বলেও দাবি জানান তারা।