মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে দাবি করে সম্প্রতি দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের ওপর চটেছেন বাংলা সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেত্রী জাহারা মিতু। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে গুণী এই অভিনেত্রী অভিযোগ করেন, তাঁর সিনেমা ‘কমান্ডো’কে ঘিরে অহেতুক মিথ্যা তথ্য ছড়িয়ে বিতর্ক তৈরি করছে কিছু গণমাধ্যম। তারা ছড়াচ্ছে, সিনেমাটির শুটিং আর হচ্ছে না। আর ঘটনার পুরো দায় তাঁর ওপর চাপিয়েছে তারা। আর এরই জের ধরে রীতিমতো দুশ্চিন্তায় রয়েছেন গুণী এই অভিনেত্রী।
এ ব্যাপারে এইও অভিনেত্রী বলেন, ‘বলা হচ্ছে, আমাদের “কমান্ডো” সিনেমার ভবিষ্যৎ নাকি অনিশ্চিত। আমার কারণেই নাকি সিনেমাটা হচ্ছে না। আমার সঙ্গে নাকি প্রযোজক ও পরিচালকের সম্পর্ক খারাপ। এই তথ্য শতভাগ মিথ্যা। আমি কিছুই জানি না।’ তিনি আরও বলেন, ‘একটা প্রজেক্ট বিভিন্ন কারণে বাতিল হতেই পারে। ছবি তো সারা পৃথিবীতেই বাতিল হয়। আমাদের এখানেই এখন টানা কটি সিনেমার শুটিং শেষ হচ্ছে। সেখানে আমাদের সিনেমায় দুই বাংলার আর্টিস্ট রয়েছেন। দেশের বাইরে শুটিং। এসব কারণে দেরি হচ্ছে। নাহলে এত দিনে শুটিং শেষ হয়ে যেত।’
জাহারা তাঁর ফেসবুকে লিখেছেন, ‘প্রযোজক সেলিম (খান) ভাই কিংবা পরিচালক (শামীম আহমেদ) রনি ভাই, দুজনই মারাত্মক প্রফেশনাল, এই প্রজেক্ট যখন আমার কাছে অফার করা হয়েছে, তখন থেকেই বুঝতে পেরেছি। কাজের বাইরে তাঁদের সঙ্গে আমার তো কোনো কথা হওয়ার কথা নয়। কাজ-সংক্রান্ত ব্যাপারেই একমাত্র আমার সঙ্গে তাঁদের সম্পর্ক। সেলিম ভাই গত মাসেও কল করে বলেছিলেন ডিসেম্বরের এক তারিখ থেকে “কমান্ডো” শুরু হচ্ছে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’ মন খারাপ করে মিতু বলেন, ‘পরিচালক ও প্রযোজকের সঙ্গে কথা বলেছি। তাঁরাও কিছু জানেন না।’
উল্লেখ্য, মডেলিংয়ের মধ্য দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন জাহারা মিতু। তারপর বেশকিছু মিউজিক ভিডিওতে অভিনয় করেন তিনি। এরপর বাংলা ছোট পর্দায় অভিনয় করে বেশ সাড়া পান এই অভিনেত্রী। এদিকে বড় পর্দায় প্রথম অভিনীত সিনেমা ‘আগুন’। জানা গেছে, সিনেমাটির শুটিং এখনো আটকে আছে।