প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পুত্র এরিক এরশাদ সম্প্রতি তার মা বিদিশা সিদ্দিকীর বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ তুলেছেন। তার বিষয়ে এরিক এরশাদ এর আগে তেমন কোনো অভিযোগ না করলেও বিভিন্ন বিষয় প্রকাশ পেতে থাকে। এমনকি এরিক তার মায়ের বিরুদ্ধে তাকে প্রাণনাশের হুমকিসহ আরো বেশ কিছু অভিযোগ তুলেছেন। এই সংক্রান্ত একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমেও ভাইরাল হয়। তার মা বিদিশা প্রসঙ্গে অডিও ক্লিপটিতে এরিক এরশাদকে বলতে শোনা গেছে যে, উনি একজন জঘন্য ক্রিমিনাল, সে আমাকে নারীদের সাথে প্রভাবিত করেছে, সে এই বাড়িতে অবৈধভাবে প্রবেশ করেছে। কিন্তু কিছুদিন পর সেই একই এরিক এখন বলছে কাজী মামুনুর রশীদ তাকে এসব কথা বলতে শিখিয়েছেন।
ঢাকা পোস্টের এই প্রতিবেদক বিদিশা সিদ্দিকীর মাধ্যমে এরশাদের সঙ্গে যোগাযোগ করলে এরিক বলেন, এটা আমাকে দিয়ে বলানো হয়েছে। তিনি (কাজী মামুনুর রশীদ) তা রেকর্ড রেখেছে। আগে ফোন করে শিখিয়েছে।
তাই এখন কোনো সমস্যা আছে জানতে চাইলে, এরিক বললেন, না এখন কোনো সমস্যা নেই।
ফাঁস হওয়া অডিও ক্লিপে এরিক এরশাদকে ট্রাস্টের সাবেক চেয়ারম্যান কাজী মামুনুর রশীদকে বলতে শোনা যায়, তিনি (বিদিশা সিদ্দিক) এখানে থাকলে আমি থাকব না, আমি চলে যাব। আমি মুসলিম বলে কিছু করছি না। অনেক মানুষ কিন্তু আ’ত্মহননও করে। উনি যে কত জঘন্য ক্রিমিনাল, ঠিক আছে। কিন্তু তিনি আমাকে মেয়ে মানুষ দ্বারা প্রভাবিত করেছেন। কিন্তু তিনি অবৈধভাবে এ বাড়িতে প্রবেশ করেছে। উনি কিন্তু এখন স্ত্রীও নেই। আমাকে না বাঁচালে পরে বিশ্বাস চলে যাবে। মা ছেলের বিরুদ্ধে চলে গেছে। আমার কিন্তু মা-বাপ বলে কেউ নেই। আমি এতিম একটা ছেলে।
কিন্তু তিনি এরিককে এসব শিখিয়েছেন- এ বিষয়ে জানতে চাইলে কাজী মামুনুর রশীদ সংবাদ মাধ্যমকে বলেন, এটা সত্য নয়, এ বিষয়ে আর কিছু বলতে চাই না।
ক্লিপটিতে এরিককে বলতেও শোনা যায়, “এই মহিলার আর আমার সাথে থাকা উচিত নয়।” সে নারীদের জন্য অপমানজনক। এই মীর জাফরকে আমার কাছ থেকে সরান। এই এরশাদ শিকদারকে আমার কাছ থেকে সরান। আমি আপনাদেরকে আজকে দেখতে চাই এই বাসায়। যেটা করা প্রয়োজন সেটা তাড়াতাড়ি করেন। আমার বাসাটা দরকার। যা দিয়েছেন তা তো আর সরাতে পারবেন না। তারপরও আপনি একটা ব্যবস্থা করেন। আপনি কখন আসবেন?
এরিকের এসব কথা জানতে চাইলে বিদিশা সিদ্দিকা বলেন, আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না।
ভাইরাল ক্লিপে এরিককে আয়েশা নামে আরেকজনের সম্পর্কে কথা বলতে শোনা যায়। তিনি বলেন, আয়েশা নামের কোনো মেয়ে আছে না, সে আমার সঙ্গে থাকে, উল্টাপাল্টা আমার সঙ্গে শারীরিক সম্পর্ক বানিয়ে ওকে বের করেছে। তার সঙ্গে আমার কোনো শারীরিক সম্পর্ক না। আমি তাকে আমার বোনের চোখে দেখি। ওকে আমার কাছে রাইখেন। আর আপনি (কাজী মামুনুর) এবং রোবায়েত ভাই আমার দেখাশোনা করবেন। উনি (বিদিশা এরশাদ) এখানে থাকলে আমি আর এক মুহূর্তও এ বাসায় থাকব না। আজই করেন। আজ সূর্যাস্তের পর যদি উনি এই বাড়িতে থাকেন, তাহলে আমি এখানে থাকব না। আমাকে বাঁচান।
এদিকে এরিক এরশাদ কাজী মামুনুর রশিদ ও রুবাইয়াত হোসেনের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন, বলে জানা গেছে। ঐ সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন, সে এবং তার মা বিদিশাকে সৌদি আরবে যেতে চাইলে তাদেরকে বাধা প্রদান সহ নানাভাবে হুমকি দিয়েছেন তারা। তিনি আরো অভিযোগ করেন, তারা দুজন তাদের বাসস্থান থেকে উচ্ছেদ করে সেটি দখলে নিতে চাইছে।