Wednesday , December 25 2024
Breaking News
Home / Countrywide / আমার মেয়ের মতো আর কারও যেন এমন মৃত্যু না হয় : বাবা অতুল

আমার মেয়ের মতো আর কারও যেন এমন মৃত্যু না হয় : বাবা অতুল

অসচেতনার ফলে প্রতিনিয়তই সড়ক পথে নানা দুর্ঘটনার মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষকে। ফলে কেউ হারাচ্ছেন প্রাণ, আবার কেউ বেঁচে থেকেও যেন মরা। আর সেই ধারাবাহিকতায় সম্প্রতি রাজধানী ঢাকায় এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান ৬ মাসের অন্তঃসত্ত্বা বৈজ্ঞানিক কর্মকর্তা পূজা সরকার (২৯)। তার এ অকাল মৃত্যু যেন কোনো ভাবেই মেনে নিতে পারছেন না পরিবার-পরিজন।

মেয়েকে হারিয়ে শোকাহত পূজা সরকারের বাবা অতুল সরকার। তিনি অনেক বছর আগে তার ২৯ বছর বয়সী স্ত্রীকে হারিয়েছিলেন। স্ত্রীকে হারানোর পর তিনি তার মেয়েকে আদর করে মানুষ করেন, কিন্তু মেয়েটিও না ফেরার দেশে চলে গেল।

কাঁদতে কাঁদতে তিনি বলেন, “যদি আমার মেয়ে বেঁচে থাকত, সে একজন মহান বিজ্ঞানী হতে পারত,” আমার মেয়ের মতো আর কারও যেন এমন মর্মান্তিক মৃত্যু না হয়। ছয় বছর বয়সে মাকে হারান তিনি। তার মায়ের বয়স তখন ২৯ বছর। মেয়েটিও প্রায় একই বয়সে মারা যায়। ১১ জুন তার জন্মদিন। অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেটা আর করা হলো না। ‘

রুটিন অনুযায়ী ৫ জুন ঢাকার হাটখোলা রোডের বাসা থেকে অফিসের বাসে করে সাভারে পরমাণু শক্তি কমিশনে যাচ্ছিলেন পূজা সরকার। সেখানে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

বাবা অতুল সরকার জানান, স্ত্রী আল্পনার মৃত্যুর পর তিনি মায়ের আদর দিয়ে মেয়ে পূজাকে বড় করেছেন। এই কারণে আমাদের পুরো পরিবারের তার প্রতি অনেক আশা ছিল। সে মাতৃত্বকালীন ছুটিতে যাবে। সে সময় তিনি আমাদের সঙ্গে দেখা করতে আসবেন। অফিসে ব্যস্ততা তাই জামাইয়ের দাওয়াতেও আসতে পারেননি তারা।

দুনিয়া চিরস্থায়ী নয়, একদিন সবাইকে স্বাধের এই দুনিয়ার মায়া ত্যাগ করে পাড়ি জমাতে ওপারে। তবে এরপরও কিছু কিছু মৃত্যু যেন কাঁদিয়ে যায় সবাইকে। যেমনটা পূজার মৃত্যুতে যেন কাঁদছে সারাদেশ।

About Rasel Khalifa

Check Also

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে নয়াদিল্লির জবাব, সাবেক প্রধানমন্ত্রীর পৌষ মাস নাকি সর্বনাশ?

ভারতে অবস্থানরত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করেছে। নয়াদিল্লি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *