Wednesday , January 8 2025
Breaking News
Home / Countrywide / আমার মায়ের বস্তাবন্দি নিথর দেহ পেয়েছি,আর কাউকে বিরক্ত করবো না:গুম হয়ে যাওয়া সেই নারীর কন্যার স্ট্যাটাস

আমার মায়ের বস্তাবন্দি নিথর দেহ পেয়েছি,আর কাউকে বিরক্ত করবো না:গুম হয়ে যাওয়া সেই নারীর কন্যার স্ট্যাটাস

সম্প্রতি খুলনায় ঘটে গেছে একটি বড় ধরণের অনাকাঙ্খিত ঘটনা। বাড়ি থেকে নিচের নলকূপ দিয়ে পানি আনার জন্য রাতে বের হয় এক নারী। এরপর থেকেই আর খুঁজে পাওয়া যায়নি তাকে। তবে এবার মিলেছে তার নিথর দেহ। আর এ নিয়েই একটি হৃদয়বিদারক একটি স্ট্যাটাস দিয়েছেন ওই নারীর মেয়ে।তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল:

আর কারো কাছে আমি যাবো নাহ! কেউকে আর বলবো নাহ আমার মা কোথায়! কেউকে বলবো নাহ আমাকে একটু সহোযোগিতা করুন! কেউকে বলবো নাহ আমার মাকে একটু খুঁজে দিবেন!কে উকে আর বিরক্ত করবো নাহ! আমি আমার মা’কে পেয়ে গেছি!

এর আগে মায়ের নিখোঁজ হওয়া প্রসঙ্গে মরিয়ম বলেছিলেন, গত ২৭শে আগস্ট রাত থেকে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঐ দিন রাত ১০টায় বা তার একটু পরে আমার মা বাসার নিচে পানির টিউবওয়েল থেকে পানি আনতে যায়। ঘণ্টা পেরিয়ে গেলে মা ফিরে আসে না। এরপর মাকে খোঁজা শুরু করে সবাই। মায়ের পায়ের জুতা, গায়ের ওড়না, পানির পাত্র পড়ে ছিল কিন্তু সেখানে আমার মা ছিল না। আমরা ধারণা করছি, প্রতিবেশীদের সঙ্গে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে আমার মাকে অপহরণ করা হতে পারে।

আমার মা রহিমা বেগম ও তার দ্বিতীয় স্বামী মো. বিল্লাল হাওলাদারকে নিয়ে তাদের খুলনার দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা খানাবাড়ি হোল্ডিং নং-৩৫ এর দ্বিতীয় তলায় বসবাস করতেন। আমরা ছয় ভাইবোন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে তাকে না পেয়ে দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবার। পরেরদিন ২৮ আগস্ট অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আদুরী খাতুন দৌলতপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার নং ১৫।

এ দিকে এই ঘটনায় ইতিমধ্যে নগরীর দৌলতপুরের সন্দেহভাজন ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে তাদের নেয়া হয়েছে রিমান্ডেও।নিখোঁজ রহিমা বেগমের পরিবারের একটি সূত্র জানায়, এক বছর পূর্বে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে হামলার শিকার হন রহিমা বেগম এবং তার এক কন্যা।

About Rasel Khalifa

Check Also

যার সহযোগিতায় ভারতে পালান ওবায়দুল কাদের, জানা গেল আসল তথ্য

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে পালাতে সহযোগিতা করেছেন যশোর জেলা যুবদলের সাধারণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *