প্রতিবছরেই বলিউডে অসংখ্য সিনেমা নির্মিত হয়ে থাকে। তবে সম্প্রতি বলিউডের দুই নামি পরিচালকের পরিচালিত দুই সিনেমা একই দিনে মুক্তি পাচ্ছে। এই সিনেমা দুটির ব্যবসা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন চলচ্চিত্রবোদ্ধারা। তবে সিনেমা দুটির নির্মাতারা জানিয়েছেন একই দিনে মুক্তি পেলেও ব্যবসায়িক ক্ষেত্রে তেমন প্রভাব পড়বে না। এই বিষয় নিয়ে বেশ কিছু কথা জানালেন অভিনেত্রী আলিয়া ভাট।
আলিয়া ভাট-অজয় দেবগণের মুক্তি প্রতীক্ষিত ‘দগাঙ্গুবাঈ কটিয়াদি’ সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শক আগ্রহ তুঙ্গে রয়েছে। বিগ বাজেট, গল্প ও কাস্ট নিয়ে নির্মাতা সঞ্জয়লীলা বানসালিও দারুণ একটি সিনেমা উপহার দিতে যাচ্ছেন। আগামী ৫ জানুয়ারি সিনেমাটি মুক্তির তারিখও ঘোষণা করেছেন নির্মাতা। এদিকে মুক্তির আগেই সিনেমাটি ব্যবসা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন চলচ্চিত্রবোদ্ধারা। কারণ একই সময়ে মুক্তি পাচ্ছে আরেকটি বিগ বাজেট ও আলোচিত সিনেমা ‘আরআরআর’। রাজমৌলির এই সিনেমাটি ৭ জানুয়ারি থিয়েটারে আসবে। একই সময়ে প্রত্যাশিত দুটি সিনেমা হলে গড়ালে উভয়ই লসের মুখ দেখতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। এ নিয়ে সঞ্জয়লীলা বলেন, ‘আমি অনেক আগে থেকেই মুক্তির তারিখ ঘোষণা করেছি। এখান থেকে সরে আসার সুযোগ নেই। তবে আমার সিনেমায় তেমন কোনো প্রভাব পড়বে না।’
রাজমৌলি বলেন, ‘আমার মনে হয় না একসঙ্গে মুক্তি পেলে ব্যবসায়িক ক্ষেত্রে প্রভাব পড়বে। কারণ আমার মনে হয় দর্শকরা দুটি সিনেমাই গ্রহণ করবেন।’ এ প্রসঙ্গে আলিয়া ভাট বলেন, ‘পাশাপাশি সময়ে অনেক সিনেমাই এর আগে মুক্তি পেয়েছে এবং সফলতাও পেয়েছে। তাই আমার মনে হয়, নির্মাতা ভুল সিদ্ধান্ত নেননি। তাছাড়া দুটি সিনেমার গল্প ও নির্মাণ কিন্তু আলাদা। অভিনয়ও আলাদা তারকারা করেছেন। দর্শকরা সবার সিনেমাই দেখতে চান। নিশ্চয় তারা দুটি সিনেমা দেখতেই হলে আসবেন বলে আমার বিশ্বাস।’
বর্তমান সময়ে বলিউডের ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন আলিয়া ভাট। “স্টুডেন্ট অব দ্য ইয়ার” সিনেমায় অভিনয়ের মধ্যে তিনি বলিউড ইন্ডাষ্ট্রিতে যাত্রা শুরু করেন। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার অভিনীত সিনেমা গুলো দর্শক মাঝে বেশ প্রশংসিত হয়েছে।