Saturday , January 4 2025
Breaking News
Home / opinion / আমার বেতন থেকে ১০ হাজার টাকা দিছি ওদের,কিন্তু নোবেল বিজয়ী স্যার আর শ্রমিক লীগ নেতারা কই:রব্বানী

আমার বেতন থেকে ১০ হাজার টাকা দিছি ওদের,কিন্তু নোবেল বিজয়ী স্যার আর শ্রমিক লীগ নেতারা কই:রব্বানী

বাংলাদেশের চা বাগান নিয়ে অস্থিরতা কমেছে শেষ পর্যন্ত। বিশেষ করে চা বাগানের শ্রমীকদের মজুরী বৃদ্ধি নিয়ে বেশ কিছু দিন ধরে চলেছে নানা ধরনের আন্দোলন আর কর্মবিরতী। আর সেই যৌক্তিক কর্মবিরতী আর আন্দোলনে সমর্থন জানিয়ে সম্প্রতি সেখানে উপস্থিত হয়েছিলেন সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গোলাম রব্বানী। এ নিয়ে তিনি দিয়েছেন একটি স্ট্যাটাস।পাঠকদের উদ্দেশ্যে তার সেই স্ট্যাটাস তুলে ধরা হলো হুবহু:-

প্রায় সব চা বাগানের মালিকপক্ষের বদ্ধমূল ধারণা, এইসব ছাপোষা, নূন আনতে পান্তা ফুরনো অশিক্ষিত হাবাগোবারা আর কয়দিন কাজ না করে আন্দোলন করবে? পেটে টান পরলেই অধিকার, আওয়াজ, ন্যায্যতা সব বেমালুম ভুলে সমঝোতায় আসবে!

বঞ্চনার দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায়, লাখো শোষিত চা শ্রমিক ন্যায্য দাবী নিয়ে চিরহরিৎ বাগান ছেড়ে তপ্ত রাজপথে নেমেছে। তাদের অধিকার আদায়ে সহায়তা করতে আপনার আমার অবশ্যই নৈতিক দায়বদ্ধতা রয়েছে।

দশ লাখ বহিরাগত রোহিঙ্গাকে আশ্রয় ও আহার দিয়ে যাচ্ছি বছরের পর বছর, একজনকেও না খেয়ে মরতে দেইনি! আর নিজ দেশের চির অবহেলিত-উপেক্ষিত দেড় লাখ চা শ্রমিক ক্ষুধা-দারিদ্র্যের কাছে অসহায় আত্মসমর্পণ করবে? নিশ্চয়ই না, আমরা তা হতে দেবো না ইনশাআল্লাহ।

আসুন, যে যেভাবে পারি আন্দোলনরত চা শ্রমিকদের পাশে দাঁড়াই। তারা যেন মনোবল না হারায়, যেন আন্দোলনের মাঠে টিকে থাকার রসদ পেয়ে প্রাপ্য অধিকার আদায় করে নিতে পারে।

আমি আমার বেতন থেকে ১০ হাজার টাকা দিয়ে এসেছি, শীঘ্রই Team Positive Bangladesh (TPB) এর সদস্যদের স্বেচ্ছা অনুদানে আরো কিছু অর্থ পাঠানো হবে। Syed Sayedul Haque Suman ভাই খাবারের ব্যবস্থাসহ সাধ্যমতো সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেছেন। আর কারো কোন দায় নেই?

নারীবাদী, সুশীল সমাজের দর্পনরা কই? নোবেল বিজয়ী স্যার? আমাদের শ্রমিক লীগ-দলের নেতারা??

এদের থেকে আশা করে লাভ নাই। নিঃস্বার্থভাবে দেশপ্রেমিক তরুণ প্রজন্মের ইতিবাচক সাড়া চাই। অর্থ, শ্রম, খাদ্যসামগ্রী, সুপেয় পানি, শুকনো খাবার যে যা পারেন, যতটুকু পারেন- আন্দোলনরত চা শ্রমিক ভাইবোনদের দিয়ে আসেন। সশরীরে না যেতে পারলে আমাদের জানাবেন, স্থানীয় TPB সদস্যগণ আপনার পক্ষ থেকে দিয়ে আসবে।

চলছে লড়াই চলবে, চা শ্রমিকরা লড়বে!

এই লড়াইয়ে জিতবে কারা, মেহনতী চা শ্রমিকরা!!

প্রসঙ্গত, আজ থেকে আবারো নিজেদের কাজে যোদ দিয়েছেন আন্দোলনরত চা বাগাবন শ্রমীকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে তারা যোগ দিয়েছেন কাজে।

About Rasel Khalifa

Check Also

আগামীকাল ঢাকায় বড় কিছু ঘটানোর পরিকল্পনা, আপাতত যানবাহন তল্লাসি করুন: ইলিয়াস হোসেন

আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও সংগঠন, যারা সংখ্যালঘু হিন্দুদের মধ্যে রয়েছে, পরিকল্পিতভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *