ভারতীয় হিন্দি সিনেমার অন্যতম সুপার স্টার অভিনতা সালমান খান। যিনি ‘বলিউড ভাইজান’ নামেই ভক্তদের মাঝে অধিক পরিচিতি পেয়েছেন। এদিকে গত ২৬ নভেম্বর মুক্তি পেয়েছে সালমান খানের অভিনীত ‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমাটি। এরই মধ্যে মোটামুটি বেশ সাড়া ফেলেছে ভক্তদের মাঝে। সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে ১৮ কোটি রুপির বেশি।
টাইমস অব ইন্ডিয়ার খবর, ‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমায় সালমান খান পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন। এর আগে ‘অউজার’, ‘পাত্থর কে ফুল’, ‘ওয়ান্টেড’, ‘গর্ব’, ‘দাবাং’, ‘রাধে’ সিনেমায় পুলিশের ভূমিকায় হাজির হয়েছেন বলিউডের ভাইজান।
ব্যক্তিজীবনে আপনার পছন্দের পুলিশ কে? এমন প্রশ্নের জবাবে সালমান খান বলেন, ‘সবগুলোই সেরা কপ ড্রামা। কিক সিনেমায় পরে আমার পুলিশ চরিত্র এসেছে। আমি তুলনা করতে চাই না। আমি এখনও প্রিয় পুলিশ (চরিত্র) পাইনি। দাদা আব্দুল রশিদ আমার প্রিয় পুলিশ। আমার বাবা (সেলিম খান) যখন নয় বছরের, তখন তিনি মারা যান। তিনি মধ্য প্রদেশের ইন্ডোরের ডিআইজি ছিলেন।’
যা হোক, সালমান খান ফিল্মস প্রযোজিত মহেশ মাঞ্জরেকার পরিচালিত ‘অন্তিম’ সিনেমাটি মারাঠি ‘মুলশি প্যাটার্ন’ সিনেমার রিমেক। এ গ্যাংস্টার ড্রামাকে প্রশংসা করেছেন বলিউডের বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ।
উল্লেখ্য, ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমা্য় অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন সালমান খান। সিনেমাটি মুক্তি পাওয়ার পরপরই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলার মধ্য দিয়ে ভক্তদের নজরে আসেন তিনি। বর্তমানে বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহনকারী অভিনেতাদের মধ্যে তিনি একজন।