Friday , December 13 2024
Breaking News
Home / Entertainment / আমার তো মা নেই, এবার সেই মায়ের চরিত্রেই অভিনয় করবো : পরীমনি

আমার তো মা নেই, এবার সেই মায়ের চরিত্রেই অভিনয় করবো : পরীমনি

বাংলা সিনেমার অন্যতম আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সম্প্রতি গত ০৪ আগস্ট মা’দ’ক আইনে করা মাম’লায় গ্রেপ্তার হওয়ার পর থাকেই রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। তবে এই কঠিন বিপদের মধ্য দিয়েও নিজের প্রতি অঘাত বিশ্বাস ছিল তার। গত বুধবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে জামিনে জেল থেকে বেরিয়েই পরীমনি বলেন, ‘আমি ভেঙে পড়ার মেয়ে না। ভেঙে পড়লেও তো উঠে দাঁড়াব। আমাকে যারা চেনেন, তারা জানেন, আমি কেমন। আমি এখন দ্রুত কাজে ফেরার অপেক্ষা করছি।’

আর অবশেষে তিনি তার কথা রাখলেন।

তরুণ নির্মাতা ইফতেখার শুভর ‘মুখোশ’ দিয়ে চলচ্চিত্রের কাজে ফিরেছেন পরীমণি। এই চলচ্চিত্রের ডাবিং দিয়েই যাত্রা শুরু করেছেন প্রতিবাদী এই অভিনেত্রী। যুক্ত হয়েছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’-এ। এর আগে একই নির্মাতার ‘স্বপ্নজাল’ সিনেমায় গ্ল্যামারাস নায়িকার খোলস পাল্টে অভিনেত্রী হিসেবে ধরা দিয়েছিলেন পরী।

এবার সাহসী এক সিদ্ধান্ত নিলেন পরীমণি। একটি সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করবেন তিনি। টিভি পর্দার সফল নির্মাতা অরণ্য আনোয়ারের প্রথম সিনেমাতে মায়ের রূপে দেখা যাবে পরীকে। সিনেমাটির নামও দেয়া হয়েছে ‘মা’।

সত্য ঘটনা অবলম্বনে নিজের প্রথম সিনেমা বানাবেন অরণ্য আনোয়ার। ১৯৭১ সালে মৃত ঘোষিত ৭ মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের ঘটনা দেখা যাবে সিনেমাটিতে। এতে সেই অসহায় মায়ের চরিত্রে থাকছেন পরীমণি।

নতুন সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে পরীমণি বলেন, ‘এমন চরিত্রে আমি আগে কাজ করিনি। আমার তো মা নেই। এবার সেই মায়ের চরিত্রেই অভিনয় করবো। আশা করছি, নিজেকে ভাঙতে পারবো।’

 

অন্যদিকে নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, ‘মায়ের চরিত্রে অভিনয়ের জন্য পরীমণি রাজি হবেন কিনা, সেটা নিয়ে দ্বিধায় ছিলেন। তবে গল্প শুনে পরী মুগ্ধ হয়েছেন এবং সানন্দে রাজি হয়েছেন।’

গেলো বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে ‘মা’ সিনেমাটিতে লিখিতভাবে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমণি। তবে চলতি বছর এই অভিনেত্রীর কোনো শিডিউল ফাঁকা নেই। তাই আগামী বছরের জানুয়ারিতে সিনেমাটির কাজ শুরু করবেন তিনি।

প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও নির্মাতা অরণ্য আনোয়ারের যৌথ প্রযোজনায় ‘মা’ সিনেমাটিতে পরীমণি ছাড়া আর কে কে থাকছেন সেটি এখনো জানা যায়নি। তবে খুব শীঘ্রই অন্যান্যদের নাম প্রকাশ্যে আনা হবে বলে জানিয়েছেন নির্মাতা।

 

প্রসঙ্গত, ২০১৫ সালে জায়েদ খানের বিপরীতে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন পরীমনি। ক্যারিয়ারে বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে ভক্তদের মন জয় করে নিয়েছেন তিনি। এদিকে সম্প্রতি এই দুঃস্বপ্ন কাটিয়ে আবারো কাজে ফিরেছেন গুণী এই অভিনেত্রী।

About

Check Also

২৮ বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন মডেল স্বর্ণা

মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা ২০২১ সালে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *