বাংলা ছোট পর্দার অন্যতম ব্যস্ত একজন অভিনয় শিল্পী নাবিলা ইসলাম। খুবই অল্প সময়ের মধ্যেই ভক্তদের মাঝে ব্যাপক সাড়া পেয়েছেন তিনি। এদিকে করোনা সংক্রমনের ফলে বেশ কিছুদিন কাজ থেকে দূরে ছিলেন তিনি। এরপর লকডাউন উ্ঠতেই আবারো কাজে ফিরেছেন তিনি। সম্প্রতি এবার আলাপ হলো গুণী এই অভিনেত্রীর সঙ্গে।
আলাপকালে জানিয়েছেন অজানা বিভিন্ন তথ্য। আলাপের চুম্বক অংশটুকু পাঠকদের জন্য তুলে ধরা হলো।
শুরুতেই নাবিলা বলেন, ‘কোভিডের কারণে একটা আতঙ্ক আমাদের মধ্যে সবসময় কাজ করছে। তারপরও আমাদের জীবন সুন্দরভাবেই কাটাতে হবে। এজন্য সবাইকে সচেতন থাকতেই হবে।’
ছোটবেলার গল্প জানতে চাইলে তিনি বলেন, ‘ছোটবেলা মানে মানুষের জীবনের সবচেয়ে সুন্দর সময়। ডেফিনেটলি গোল্ডেন পিরিয়ড ছিল আমার ছোটবেলা। সে সময়টা অনেক বেশি মিস করি। ছোটবেলা মনে হতো কখন বড় হব, কখন স্কুলে যেতে হবে না, কখন শপিংয়ে যেতে পারব। কিন্তু এখন মনে হয় যদি একটু যদি ছোটবেলায় যেতে পারতাম!’
নাবিলার বেড়ে ওঠা চট্টগ্রামে। পাহাড়-সমুদ্রের সঙ্গে বেড়ে উঠেছেন তিনি। এখনো সুযোগ পেলে সেখানে ছুটে যান এ অভিনেত্রী। স্কুলে পড়ার সময় গানের স্কুলেও ভর্তি হয়েছিলেন নাবিলা। কিন্তু বেশিদিন টেনে নিতে পারেননি।
তার ভাষায়, ‘আবৃত্তি-অভিনয়ের জন্য আমি রেডি থাকতাম। গান আমাকে দিয়ে হতো না। এখনো মনে আছে, শুক্রবার সকাল ১০টায় অভিনয় ক্লাস থাকত। সেগুলোর কথা প্রায় মনে পড়ে।’
সপ্তম শ্রেণিতে প্রথম প্রেম প্রস্তাব পেয়েছেন নাবিলা। একাদশ শ্রেণিতে পড়ার সময় মুঠোফোন পেয়েছেন তিনি। স্মৃতিচারণ করে নাবিলা বলেন, ‘বাসায় ল্যান্ড লাইন ছিল। আমার জন্য প্রথম ফোন কল এসেছিল ক্লাস ফাইভে থাকতে। মা ফোন রিসিভ করেছিল। আম্মু অনেক কষ্টে ছেলেটাকে বুঝিয়ে ফোন রেখে দিয়েছে।’
আড়াই বছর বয়সে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন নাবিলা। পত্রিকার জন্য ফটোশুট করেছেন তিনি। প্রথম ছবি ছাপা হয়েছিল ভোরের কাগজে। ওই সময় বেশ কয়েকবার ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছে। ছোটবেলা থেকেই সংস্কৃতির ব্যাপারে বাবা-মায়ের সমর্থন পেয়েছেন এ অভিনেত্রী।
টিভি পর্দায় প্রথম কাজ ওয়াহিদ তারেকের পরিচালনায় একটি নাটকে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি। প্রথম শট দেওয়ার পর ওয়াহিদ তারেকের বেশ প্রশংসা পেয়েছিলেন নাবিলা। আলাপকালে এমনটাই জানিয়েছেন এ অভিনেত্রী।
অভিনয় নাকি উপস্থাপনা? উত্তরে এ অভিনেত্রী বলেন, ‘কাজের দিক থেকে অভিনয় আমার প্রথম ভালোবাসা। তারপর উপস্থাপনা। এখন নিয়মিত একটি শো করছি। অভিনয়ের জন্য উপস্থাপনায় খুব বেশি সময় দিতে পারছি না। সব সময় মাথায় ছিল অভিনয়টাই করব, সেটা যে মাধ্যমেই হোক।’
ছোট পর্দায় অভিনয়ের মধ্য দিয়ে ইতিমধ্যে দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন নাবিলা ইসলাম। এখন দৃষ্টি বড় পর্দায়। তার কথায়, অভিনয় তার নেশা। ভালো গল্প পেলে বড় পর্দায়ও অভিনয় করতে চান তিনি। এদিকে বর্তমানে নিজের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।