গত জুলাইয়ে হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন তামিম। তবে ওই ঘটনার কয়েক মাস পর ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেন তামিম।
বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে তামিম কেন এমন সিদ্ধান্ত নিলেন তা এখন পর্যন্ত রহস্যই ছিল। তবে এবার এ বিষয়ে মুখ খুললেন সাবেক এই অধিনায়ক। গতকাল ক্রীড়াভিত্তিক ইউটিউব চ্যানেল ‘নট আউট নোমান’ অনুষ্ঠানে অধিনায়কত্ব ছাড়ার কারণ ব্যাখ্যা করেন তামিম।
তামিম বলেন, ‘যদি আমি কারো প্রতি সন্তুষ্ট না হই বা কেউ আমার প্রতি সন্তুষ্ট না হয়, তাহলে এত বড় আসরে (বিশ্বকাপ) আপনি যদি শুধু পদ (অধিনায়কত্ব) ধরে রাখেন- ভালোভাবে যোগাযোগ না করা বা অস্বস্তি থাকে, তাহলে এটা দলের মধ্যে প্রভাব ফেলবে। আমি সেই স্বার্থপর ব্যক্তি হতে চাইনি। আমার জন্য ৫ শতাংশও যদি দলের ওপর প্রভাব পড়ে তাহলে সেটা আমি চাই না।
তামিম ১০০% ফিট না হওয়া সত্ত্বেও ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে শেষ সিরিজে একটি ম্যাচ খেলেছিলেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হাথুরুসহ টিম ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট অনেকেই। বিষয়টি মেনে নিতে না পেরেই মূলত অবসরের ঘোষণা দেন তামিম।